খাগড়াছড়ি স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর জানায়, খাগড়াছড়ি পৌর বাস টার্মিনাল এলাকায় ৩ শতক জমির ওপর জেলা পরিবার পরিকল্পনা ভবনের কাজ শুরু হয় ২০২০ সালের জুলাই মাসে। এরপরের বছর আগস্ট মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় নির্মাণকাজ শেষ হয়নি।
প্রয়োজনের তুলনায় ছোট ভাড়া ভবনে অফিস কার্যক্রম চালাতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কর্মকর্তাদের। তাদের অভিযোগ, বিভিন্ন অজুহাতে ভবনের কাজ বন্ধ থাকায় নির্মাণসামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে।
আরও পড়ুন: মহানন্দা নদীর ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি বাসিন্দাদের
এদিকে ৯ দফা মেয়াদ বাড়ানোর পরও ঠিকাদারি প্রতিষ্ঠান মেঘ কনস্ট্রাকশন মাত্র ৭৭ শতাংশ কাজ সম্পন্ন করেছে।
খাগড়াছড়ি স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী মো. রুবেল বলেন, ‘এরইমধ্যে ২০২৪ সালে প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। নতুন করে প্রকল্পটি চালুর জন্য স্বাস্থ্য ও প্রকৌশল অধিদফতরে চিঠি পাঠানো হয়েছে।’
পরিবার পরিকল্পনা বিভাগের খাগড়াছড়ি উপপরিচালক মো. ফারুক আব্দুল্লা বলেন, ‘নতুন পরিবার পরিকল্পনা ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৭৬ লাখ টাকা। ভবনটির কাজ শেষ হলে অর্থ সাশ্রয়ের পাশাপাশি কার্যক্রমে গতি আসবে।’