৬৬ লাখ টাকার টুর্নামেন্ট: ফ্রি-ফায়ারে কারা হলো দেশসেরা?

৬ দিন আগে
দেড় মাসের দীর্ঘ প্রতীক্ষার অবসান। ফ্রি ফায়ারের মঞ্চে চূড়ান্ত লড়াই শেষে কে হলো দেশসেরা? কার হাতে উঠলো সেই কাঙ্ক্ষিত ট্রফি? আর কারাই-বা পাচ্ছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ২০২৫-এ জাকার্তায় উড়াল দেওয়ার টিকেট? উত্তর মিলে গেছে একসাথে। স্বপ্নের শিরোপা জিতলো রেডহকস, আর রানার্সআপ হিসেবে তাদের সঙ্গী হলো রেডক্লিপ।

মূলত রাজধানীর আইসিসিবিতে বসার কথা ছিল এই মহারণ। কিন্তু গ্র্যান্ড ফিনালের আগের দিনই হঠাৎ সবকিছু থমকে যায়। বাতিল হয়ে যায় বহুল প্রতীক্ষিত ঢাকার ওয়াচপার্টিও। তবুও গেম থেমে থাকেনি। নাটকীয় সব ঘটনার পরেও অনলাইনেই অনুষ্ঠিত হয় এই আয়োজন, যা একসাথে দেখেছে লাখো দর্শক। 

 

আরও পড়ুন: যে কারণে বেলিংহ্যামকে দলে রাখেননি কোচ

 

টুর্নামেন্টের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রেডহকস। ভক্তদের প্রত্যাশাও ছিল আকাশছোঁয়া। সঙ্গে ফেভারিটের তালিকায় ছিল জ’ব্রেকার ও বাংলাদেশ টপ ওয়ান। তবে শেষ মুহূর্তে চমক নিয়ে হাজির হয় আন্ডারডগ রেডক্লিপ। একেবারে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জায়গা করে নেয় সেরা দুইয়ে। ভাগ্যের দরজা যেন সেখানেই খুলে গেল তাদের জন্য। 

 

আরও পড়ুন: স্পেনের স্কোয়াডে ইয়ামাল, বার্সেলোনা চোটের কথা জানানোর পর দলে পরিবর্তন

 

৬৬ লাখ টাকার প্রাইজপুলের এই লড়াই থেকে চ্যাম্পিয়ন রেডহকস আর রানার্সআপ রেডক্লিপ এবার উড়াল দেবে ইন্দোনেশিয়ার জাকার্তায়। সেখানে অপেক্ষা করছে আরো ১৬ দেশসেরা টিম। মঞ্চ হবে আরও বড়, চ্যালেঞ্জ হবে আরও কঠিন। আর বাংলাদেশের হয়ে লড়বে এই দুই দল, দেশের ই-স্পোর্টসকে নিয়ে যাবে নতুন উচ্চতায়।

]]>
সম্পূর্ণ পড়ুন