৪৭তম বিসিএস: পিএসসি ঘেরাও করলেন পরীক্ষার্থীরা

২ সপ্তাহ আগে ১৩
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময় নির্ধারণের দাবিতে এবং পিএসসির স্বৈরাচারী আচরণ ও পরীক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার অবিযোগ এনে পিএসসি ঘেরাও কর্মসূচি পালন করছেন পরীক্ষার্থীরা।

রোববার (৯ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণরা।

 

তাদের অভিযোগ, পূর্ববর্তী বিসিএস পরীক্ষাগুলোতে লিখিত পরীক্ষার জন্য তিন থেকে ছয় মাস সময় দেয়া হলেও এবার হাতে মিলেছে মাত্র ৪০ দিন। আগামী ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক।

 

আরও পড়ুন: ৪৪তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ, মনোনীত ১৬৮১ প্রার্থী

 

এর আগে পিএসসির কাছে সময় বৃদ্ধির দাবি জানালে আশ্বাস দেয়া হলেও আগের সময়সূচি অনুযায়ী রুটিন প্রকাশ করায় ক্ষোভে তারা ঘেরাও কর্মসূচিতে অংশ নেন। পিএসসি কর্মকর্তাদের সঙ্গে কথা বলা ছাড়া আগারগাঁও এলাকা ত্যাগ করবেন না বলেও ঘোষণা দেন পরীক্ষার্থীরা।

]]>
সম্পূর্ণ পড়ুন