১৯ বছরের ছোট কথিত প্রেমিকের সঙ্গে বিমানবন্দরে মালাইকা

৪২ মিনিট আগে
বলিউডের আইটেম গার্ল খ্যাত অভিনেত্রী মালাইকা অরোরা ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় আলোচনায় থাকেন। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের প্রেমের সম্পর্কের পর নাম জড়িয়েছে ১৯ বছরের ছোট এক যুবকের সঙ্গে। নানা জায়গায় তাদের দুজনকে দেখা যাচ্ছে বলেই খবর।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে মুম্বাই বিমানবন্দরে মালাইকার সঙ্গে তার নতুন ‘প্রেমিক’কে লেন্সবন্দি করেন পাপারাজ্জিরা। মালাইকার সঙ্গে কে তিনি? শোনা যাচ্ছে, মালাইকা যার প্রেমে পড়েছেন তিনি একজন হিরা ব্যবসায়ী। নাম হর্ষ মেহতা। মালইকার সঙ্গে তার বয়সের পার্থক্য ১৯ বছর।


চলতি মাসের শুরুর দিকেই হর্ষের সঙ্গে এনরিকের কনসার্ট উপভোগ করতে দেখা গিয়েছিল মালাইকাকে। এবার বিশেষ বন্ধুকে সাথে নিয়ে বিদেশে ছুটি কাটাতে উড়ে গিয়েছেন নায়িকা।


বিমানবন্দর থেকে ফাঁস হওয়া ওই ভিডিওতেও একই রঙের পোশাকে দেখা গেছে তাদের। যদিও একে-অপরের হাত ধরেননি কিংবা ফটোশিকারিদের দেখে একসঙ্গে ক্যামেরায় পোজ দেননি, তবে সেই ভিডিও দেখে দুয়ে দুয়ে চার করতে আর বাকি রাখেনি কেউ!

 

আরও পড়ুন: সুরকার-ক্রিকেটারের বিয়ের আয়োজনের মধ্যেই ফাঁস হলো অন্য মেয়ের সঙ্গে অন্তরঙ্গ চ্যাট


শোনা যাচ্ছে, অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব বাড়ার পরই নাকি হর্ষের সঙ্গে বন্ধুত্ব শুরু হয় মালাইকার। মাসখানেক ধরে একে-অপরকে সময় দিচ্ছেন তারা।


এর আগে স্পেনে ছুটি কাটানোর সময় মালাইকার ফ্রেমে ধরা পড়েছিল এক রহস্যময় পুরুষ। যদিও অভিনেত্রীর ক্যামেরার ফোকাস ছিল খাবারের দিকে। তবে ব্যাকগ্রাউন্ডে সুদর্শন পুরুষের আবছা নজর এড়ায়নি ভক্তদের। সেখান থেকেই নতুন সম্পর্কের গুঞ্জনের সূত্রপাত।


দীর্ঘ ক্যারিয়ারে সঞ্চালনা, টিভি রিয়েলিটি শোর বিচারক, মডেলসহ নানা ধরনের কাজ করেছেন মালাইকা। তবে মোটাদাগে সাধারণ দর্শকের কাছে তিনি পরিচিতি পেয়েছেন আইটেম গানের অভিনেত্রী হিসেবে। ‘ছাইয়া ছাইয়া’ ছাড়াও ‘মুন্নি বদনাম’, ‘আনারকলি ডিসকো চালি’, ‘পান্ডে জি সিটি’ ইত্যাদি আবেদনময়ী অবতারে দেখা গেছে তাকে।

 

আরও পড়ুন: নিজের কবর নিজে খুঁড়েছি: শেফালি শাহ


১৯৯৮ সালে সালমানের ভাই আরবাজ খানের সঙ্গে বিয়ে হয় মালাইকার। তবে ২০১৭ সালের বিচ্ছেদ হয়। এর আগে থেকেই অভিনেতা অর্জন কাপুরের সঙ্গে তার সম্পর্কের কথা শোনা যাচ্ছিল। পরে অবশ্য মালাইকা, অর্জুন- দুজনেই তাদের সম্পর্কের কথা খোলাখুলিভাবে স্বীকার করেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন