বিসিবির প্রকাশিত তালিকা অনুযায়ী, নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ১৬৬ জন স্থানীয় ক্রিকেটার। তাদের মধ্যে ১০ জন সরাসরি চুক্তিতে দল পেয়ে যাওয়ায় নিলামে উঠবে বাকি ১৫৬ জনের নাম।
৩৫ লাখ ভিত্তিমূল্যের 'বি' ক্যাটাগরিতে আছেন শামীম পাটোয়ারী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাজমুল হোসেন শান্ত, মাহিদুল ইসলাম অঙ্কন, সৌম্য সরকার, সাইফ হাসান, নুরুল হাসান সোহান জাকের আলি অনিক, তাওহীদ হৃদয় এবং ইয়াসির আলী রাব্বিসহ ১৮ ক্রিকেটার। এই ক্যাটাগরির ৭ জনকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো।
আকবর আলী, নাহিদ রানা, জাকির হাসান, মাহফিজুল ইসলাম রবিন, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও রিপন মন্ডলসহ ১৯ ক্রিকেটার আছেন 'সি' ক্যাটাগরিতে। এই ক্যাটাগরির ভিত্তিমূল্য ২২ লাখ টাকা।
আরও পড়ুন: সরাসরি চুক্তিতে হাসান ও সৌম্যকে দলে নিল নোয়াখালী
হাবিবুর রহমান সোহান, জিসান আলম, মৃত্যঞ্জয় চৌধুরি, নাসির হোসেন, অমিত হাসান, হাসান মুরাদ, আবু হাসেম, তোফায়েল আহমেদ এবং আলাউদ্দিন বাবুসহ ১৯ ক্রিকেটার আছেন ১৮ লাখ টাকা ভিত্তিমূল্যের 'ডি' ক্যাটাগরিতে।
১৪ লাখ ভিত্তিমূল্যের 'ই' ক্যাটাফরিতে আছেন সোহাগ গাজী, মাহফুজুর রহমান রাব্বি, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, শামসুর রহমান, আশিকুর রহমান শিবলি, শেখ পারভেজ জীবন, মেহেরব অহিনসহ ৩৭ ক্রিকেটার। ‘ই’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১৪ লাখ টাকা। ১১ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘এফ’ ক্যাটাগরিতে রয়েছেন– অভিষেক অরণ্য, টিপু সুলতান, ওয়াসি সিদ্দিকি, সফর আলি, শাহরিয়ার সাকিবসহ ৬৬ ক্রিকেটার।
আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম। এবারের আসরে নিলামের আগে দুইজন ক্রিকেটার সরাসরি চুক্তিতে নেয়ার নিয়ম রেখেছে বিসিবি। এই দুজনের একজন ‘এ’ ক্যাটাগরির এবং অন্যজন ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটার হতে হবে। নিলাম থেকে অন্তত ১২ এবং সর্বোচ্চ ১৪ জন স্থানীয় ক্রিকেটারকে দলে ভেড়াতে হবে।
‘এ’ ক্যাটাগরিতে প্রতি ডাকে ৫ লাখ টাকা করে বাড়বে। এ ছাড়া ‘বি’ ৩ লাখ টাকা, ‘সি’ ১ লাখ টাকা, ‘ডি’, 'ই' ও 'এফ' ক্যাটাগরুতে ৫০ হাজার টাকা করে বাড়বে।
আরও পড়ুন: নোয়াখালীর হেড কোচ সুজন
কোন ক্যাটাগরি থেকে কতজন ক্রিকেটার নেয়া যাবে সেটাও চূড়ান্ত করে দিয়েছে বিসিবি। ‘এ’ ক্যাটাগরি থেকে অন্তত একজন ক্রিকেটার নিতে হবে। পরবর্তীতে যথাক্রমে ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরি থেকে অন্তত তিনজন করে ক্রিকেটার নিতে হবে।
‘ই’ ক্যাটাগরি থেকে অন্তত ২ জন এবং ‘এফ’ ক্যাটাগরি থেকে ইচ্ছে মতো নিতে পারবে। স্থানীয় ক্রিকেটারের জন্য সাড়ে ৪ কোটি টাকা বাজেট পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। তবে সেই টাকার বাইরে থাকবেন সরাসরি চুক্তিতে দল পাওয়া দুজন দেশি ক্রিকেটার।

৪০ মিনিট আগে
১






Bengali (BD) ·
English (US) ·