৪ দিন পর বিলে পাওয়া গেল নিখোঁজ তানভীরের মরদেহ

৩ সপ্তাহ আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজের ৪ দিন পর তানভীর নামে ৫ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার বাছাইয়া গ্রামের একটি বিল থেকে ওই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুর বাবা নাসির খান জানান, গত ২৬ নভেম্বর বিকেলে তানভীর নিখোঁজ হয়। পর দিন থানায় ছেলে নিখোঁজের বিষয়ে কচুয়া থানায় তিনি একটি ডায়েরি করেন।


তবে কী কারণে শিশুটির এমন পরিণতি তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, না অন্য কিছু, তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।


আরও পড়ুন: খালে পাওয়া গেল নিখোঁজ শিশুর মরদেহ


এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন