৩১২ কোটি ৯২ লাখ, ৩০৩ কোটি ২৭ লাখ, ২৭৫ কোটি ৭৭ লাখ ও ২৮২ কোটি ১৯ লাখ টাকা। এভাবেই গত সপ্তাহের ৪ কার্যদিবসে দৈনিক লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। অর্থাৎ একদিনও পার হয়নি সোয়া ৩শ' কোটি টাকার ঘর।
এর আগে সপ্তাহজুড়ে এমন বেহাল দশায় পড়েছিল গত বছরের ফেব্রুয়ারি মাসে। যেখানে একদিন পার হয়েছিল সোয়া ৩শ' কোটি টাকার লেনদেন; ২০ ফেব্রুয়ারি যার পরিমাণ ছিল ৩২৬ কোটি ৭৩ লাখ টাকা। ২০২২ সালের ডিসেম্বরের ২য় সপ্তাহেও মাত্র এক কার্যদিবসে লেনদেন সোয়া ৩শ' কোটি টাকা ছাড়িয়ে দাঁড়িয়েছিল ৩৪৪ কোটি ৮৬ লাখ টাকায়।
দৈনিক লেনদেন এমন বেহাল অবস্থায় ঢাকার পুঁজিবাজারে গেল সপ্তাহে প্রধান সূচক কমেছে ৩৭ পয়েন্ট। তবে এসময়ে বাজার মূলধন বেড়েছে ৯৫৫ কোটি ৪৪ লাখ টাকা। খাতভিত্তিক লেনদেনের বিশ্লেষণে দেখা যায়, ২১টির মধ্যে দৈনিক গড় লেনদেন কমেছে ১৮টি খাতের কোম্পানির।
আরও পড়ুন: ঢাকার পুঁজিবাজারে বাজার মূলধন বাড়ল আরও ৯৫৫ কোটি টাকা
পতন থেকে ঘুরে দাঁড়িয়েছে ব্যাংকের শেয়ার; ৫ শতাংশের কিছুটা বেড়ে এখাতে ৩৬ কোম্পানির শেয়ারের গড় লেনদেন ঠেকেছে ৩৬ কোটি ৪৪ লাখ টাকায়। আর লেনদেন বেড়েছে জীবন বীমা ও ট্যানারি খাতে।
এদিকে, বেশ কিছুদিন ধরে ভালো অবস্থানে থাকা ফার্মা ও কেমিকেল খাতের ৩৪ কোম্পানির দৈনিক গড় লেনদেন গত সপ্তাহে কমেছে ৩৭.৩৫ শতাংশ। বস্ত্রখাতের ৫৮ কোম্পানির গড় লেনদেন ২৬.২৯ শতাংশ কমে নেমেছে ২৮ কোটি ৮৭ লাখ টাকায়।
সপ্তাহজুড়ে দাম বৃদ্ধির তালিকায় থাকা শীর্ষ ৫ কোম্পানির মধ্যে নেই 'এ' ক্যাটাগরির কোন প্রতিষ্ঠান। ২টি 'বি' ক্যাটাগরির ও ৩ টি রয়েছে জেড ক্যাটাগরির। দাম কমতির শীর্ষ ৫ প্রতিষ্ঠানের তালিকায় অবশ্য ২টি রয়েছে এ ক্যাটাগরির, ১টি বি ও ২টি রয়েছে জেড ক্যাটাগরির।
]]>