সচিবালয়ে অগ্নিকাণ্ডে ভারতীয় গোয়েন্দা সংস্থার হাত রয়েছে: ড. শফিকুল

২২ ঘন্টা আগে
সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থার হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের রমনা থানা কর্মী সম্মেলনে তিনি কথা বলেন।

 

সচিবালয়ে অগ্নিকাণ্ডের পেছনের কুশীলবদের শাস্তির আওতায় আনার দাবি তুলেছেন ড. শফিকুল ইসলাম।

 

তিনি বলেন, ‘১৭ বছর ধরে আওয়ামী লীগ বাংলাদেশে যে গুম, খুন, ডাকাতি, লুটপাট, চুরি, ধর্ষণ করেছে, তা এখন পার্শ্ববর্তী দেশে করছে৷’

 

আরও পড়ুন: সচিবালয়ে ভস্মীভূত ভবনে চলছে অনুসন্ধান, তদন্তে নেমেছে কমিটিও

 

সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘গত ১৭ বছর ধরে দেশের মানুষ ভোট কী জিনিস তা ভুলে গেছেন। সারা বিশ্বে গণতন্ত্রকে নিকৃষ্টভাবে উপস্থাপন করেছে পতিত স্বৈরাচার সরকার।’

 

সচিবালয়ের অগ্নিকাণ্ড পূর্ব পরিকল্পিত দাবি করে ছাত্র আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহিদুল ইসলাম বলেন, ‘ড. ইউনূসের আশপাশে ফ্যাসিবাদের দোসর দালালদের পদচারণা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ যেন মাথা চাড়া দিয়ে না উঠতে পারে, এজন্য সব রাজনৈতিক দলকে সচেতন থাকতে হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন