সোমবার (১৮ আগস্ট) বিকেলে সদর উপজেলার এক গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশু বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। চিকিৎসক জানিয়েছে, শিশুর অবস্থা আশঙ্কামুক্ত।
পুলিশ জানায়, সোমবার (১৮ আগস্ট) ভুক্তভোগী শিশু সমবয়সী আরেক শিশুর সঙ্গে খেলাধুলা করছিল। ওই সময় অভিযুক্ত কিশোর ভুক্তভোগী শিশুকে চকলেট দেওয়ার প্রলোভনে দিয়ে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। চিৎকার শুনে ভুক্তভোগী শিশুর মা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে অভিযুক্তকে আটক করে। আটক কিশোর স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন: ধর্ষণের পর হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয় কিশোরীর মরদেহ!
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হাসান বাসির বলেন, ইতিমধ্যে সমাজসেবা অধিদফতরকে অবগত করা হয়েছে। ভুক্তভোগী শিশু কন্যা চিকিৎসাধীন আছে। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।