গাজায় যাওয়ার সময় গ্রেটা থুনবার্গের নৌকায় আগুন

৬ ঘন্টা আগে
পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে গাজা অভিমুখে বহনকারী একটি নৌকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। উত্তর আফ্রিকার উপকূলে সন্দেহভাজন ড্রোন হামলায় থুনবার্গের নৌকায় আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

২২ বছর বয়সী সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী থুনবার্গ প্রায় ৩৫০ জন অ্যাক্টিভিস্ট এবং সাহায্য কর্মীর একটি দলের সাথে ওই নৌকার বহরে ছিলেন। তারা গাজার ফিলিস্তিনিদের কাছে সরবরাহ পৌঁছে দেয়ার জন্য ‘শান্তিপূর্ণ মিশনের’ অংশ হিসেবে গাজার উদ্দেশ্যে যাত্রা করেন।  

 

কিন্তু রাতভর খবর ছড়িয়ে পড়ে যে, উত্তর আফ্রিকার উপকূলে পর্তুগিজ পতাকাবাহী একটি নৌকায়, যেখানে গ্রেটাসহ ফ্লোটিলার (জাহাজের বহর) স্টিয়ারিং কমিটির সদস্যরা ছিলেন, সেটি ড্রোন হামলার শিকার হয় এবং তাতে আগুন ধরে যায়।

 

আরও পড়ুন:গ্রেটা থুনবার্গের দলকে নিজ নিজ দেশে ফেরত পাঠাবে ইসরাইল


ইনস্টাগ্রামে গ্রেটার সহকর্মী ইয়াসেমিন আকারের পোস্ট করা একটি ভিডিওতে ঘটনার পরের অবস্থা দেখানো হয়েছে, যেখানে তিনি ঘোষণা করেছেন, ‘পারিবারিক নৌকাটিতে আক্রমণ করা হয়েছে - একটি ড্রোন এর ঠিক উপরে এসে পড়ে। একটি বোমাও ছোড়া হয় এবং এটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। তবে সবাই ঠিক আছেন। আগুন নিভে গেছে।’


তিনি আরও বলেন, তিউনিসিয়ার জলসীমায় চলাচলকারী নৌকাটিতে জুন মাসে গাজায় পৌঁছানোর চেষ্টার সময় গ্রেটার সাথে আটক হওয়া অনেকেই সেখানে ছিলেন।

 

নৌকাটির সামান্য ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

 

এদিকে, ফ্লোটিলার আয়োজকরা, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ) জানিয়েছে যে পর্তুগিজ পতাকাবাহী নৌকাটি তিউনিসিয়ার সিদি বো সাইদ বন্দরের বাইরে নোঙর করার সময় একটি ড্রোনের আঘাতের শিকার হয়। 

 

আরও পড়ুন:গ্রেটা থুনবার্গদের নৌকায় হামলার হুমকি ইসরাইলের

 

তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের একজন মুখপাত্র এজেন্স ফ্রান্স-প্রেস সংবাদ সংস্থাকে বলেছেন, কোনো ড্রোন শনাক্ত করা যায়নি এবং তদন্ত চলছে।

 

সূত্র: ডেইলি মেইল

]]>
সম্পূর্ণ পড়ুন