মনে হচ্ছে ভোটের দৌড়ে পিছিয়ে যাচ্ছি: ভিপি প্রার্থী ইমি

৬ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাম গণতান্ত্রিক ছাত্র জোট সমর্থিত ভিপি পদপ্রার্থী তাসনিম আফরোজ ইমি বলেছেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তা মানতে গিয়ে মনে হচ্ছে আমি ভোটের দৌড়ে পিছিয়ে যাচ্ছি।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচন নিয়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে এ কথা বলেন তিনি।

 

এর আগে ডাকসু ও হল সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ ও অসঙ্গতির অভিযোগ করেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ।

 

আরও পড়ুন: লাইভ আপডেট /ডাকসু নির্বাচন

 

ফরহাদ বলেন, নির্বাচনে আমরা বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করছি। বুথের ১০০ মিটারের মধ্যে লিফলেট বিতরণে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করে অব্যাহতভাবে এসব ঘটনা ঘটছে। যারা লাইনে দাঁড়াচ্ছেন তাদের জন্যও এটি বিরক্তির কারণ বটে। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানোর পরেও তারা কোনো ব্যবস্থাগ্রহণ করছে না। এখনও তারা পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

 

ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য এ কথা তিনি আহ্বান জানান, ছাত্র-ছাত্রীরা অবশ্যই ভোটকেন্দ্রে আসুন আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিন।

 

আরও পড়ুন: ভোট দিলেন মায়েদ, আচরণবিধি লঙ্ঘন নিয়ে কী বললেন

 

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটটা উদযাপন করতে চাই অভিযোগ করতে চাই না এ কথা জানিয়ে ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই কেন্দ্রে প্রবেশ করেছি। টিএসসি ভোট কেন্দ্রের সামনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

 

নিয়ম ভেঙে ভোট কেন্দ্রে প্রবেশের অভিযোগ অস্বীকার করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল।

 

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ নির্বাচনের ভোটগ্রহণ।    

 

আরও পড়ুন: ডাকসু নির্বাচন /রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই কেন্দ্রে প্রবেশ করেছি: আবিদুল

 

ডাকসুতে এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন। আর ছাত্র ২০ হাজার ৯১৫ জন।

 

এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সবমিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে, সময় পাবেন ১০ মিনিট।

 

]]>
সম্পূর্ণ পড়ুন