১৫ বছর বয়সে ইতিহাস গড়লেন ওয়েন কুপার

৩ সপ্তাহ আগে
কিশোর বয়সে তারকাজগতে টেলিভিশন শিল্পের মর্যাদাপূর্ণ এমি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ব্রিটিশ অভিনেতা ওয়েন কুপার। নেটফ্লিক্সের মিনিসিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ অভিনয়ের জন্য ৭৭তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে সর্বকনিষ্ঠ পুরুষ অভিনেতার পুরস্কার জিতেছেন তিনি।

এত অল্প বয়সে টেলিভিশনের সবচেয়ে বড় আয়োজনে পুরস্কৃত হয়ে উচ্ছ্বসিত অভিনেতা ওয়েন।

 

সংবাদমাধ্যমে পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন এ অভিনেতা। ওয়েন কুপার বলেন,

এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা আমার পরিবার, বাড়ির মানুষদের জন্যও অনেক বড় অর্থ বহন করে। তাই, এটি আমার জন্য সত্যিই অনেক বড় বিষয়।

 

এমি পুরস্কার হাতে কথা বলছেন ওয়েন কুপার। ছবি: সংগৃহীত

 

‘অ্যাডোলেসেন্স’-এ জেমি মিলার চরিত্রে অভিনয় করেন কুপার। পার্শ্বচরিত্রে অভিনয়ে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন খুদে এ অভিনেতা।

 

আরও পড়ুন: জটিল রোগে আক্রান্ত স্পাইডারম্যান খ্যাত অভিনেতা

 

এবারের এমি পুরস্কারে ‘সেভরেন্স’ সিরিজের তারকা ট্রামেল টিলম্যান ও ব্রিট লোয়ার জিতেছেন দুটি বড় পুরস্কার। এছাড়া ‘দ্য পিট’ এবং ‘দ্য স্টুডিও’ প্রাথমিক পর্যায়ে জয়ী হিসেবে উঠে এসেছে।

 

আরও পড়ুন: না ফেরার দেশে ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি

 

প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত হয় তারকা জগতের জমকালো এ আসর। এ আয়োজনে আমেরিকান প্রাইম টাইম টেলিভিশনের সেরাদের সম্মান জানানো হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন