বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, আরব আমিরাত ও সিঙ্গাপুর থেকে ২ কার্গো এলএনজি আমদানি করবে সরকার। এতে মোট ব্যয় হবে এক হাজার ৩৫৫ কোটি ৮৩ লাখ ২৯ হাজার ৪৬ টাকা ৮ পয়সা।
আরও পড়ুন: বেশকিছু পণ্যে প্রস্তাবিত ভ্যাট পুনর্বিবেচনা করা হচ্ছে: অর্থ উপদেষ্টা
পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুযায়ী আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়া অনুসরণ করে আরব আমিরাতের মেসার্স ওকিউ ট্রেডিং লিমিটেড থেকে এক কার্গো (৬-৭ ফেব্রুয়ারি ২০২৫ সময়ের জন্য ৬ষ্ঠ) এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬৯২ কোটি ৭৯ লাখ ১৪ হাজার ৪৪৮ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ)। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৪.৪৪৫০ মার্কিন ডলার।
এছাড়া পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে সিঙ্গাপুরের মের্সাস ভিটল এশিয়া পিটিই লিমিটেড থেকেই আরেক কার্গো (১৩-১৪ ফেব্রুয়ারি ২০২৫ সময়ের জন্য ৭ম) এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬৬৩ কোটি ৪ লাখ ১৪ হাজার ৫৯৮ টাকা ৮ পয়সা (ভ্যাট ও ট্যাক্সসহ)। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৩.৮২৪৭ মার্কিন ডলার।
এছাড়া বৈঠকে চিনি, চাল, সয়াবিন তেল, পাম তেল ও মসুর ডাল আমদানির অনুমতি দিয়েছে সরকার।