এক ঘণ্টাতেই শেষ চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

২ ঘন্টা আগে
রাজনৈতিক বৈরিতার কারণে ভারত ও পাকিস্তানের ম্যাচ দেখা যায় শুধু আইসিসির টুর্নামেন্টগুলোতে। এবারও তেমনটাই হতে যাচ্ছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আর এই ম্যাচকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ থাকে তুঙ্গে। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার ব্যতিক্রম হচ্ছে না।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (৩ ফেব্রুয়ারি) সেই ম্যাচের জন্য টিকিট বিক্রি শুরু হয়। মাত্র এক ঘণ্টাতেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে।


এবছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও ভারত টুর্নামেন্টে তাদের কোনো ম্যাচই পাকিস্তানের মাটিতে খেলবে না। রোহিত শর্মার দল তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে।


আরও পড়ুন: ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি দলে যে পরিবর্তন চান অশ্বিন 


আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান লড়াই। অন্তত দেড় লক্ষ ক্রিকেটপ্রেমী অনলাইনে ভিড় জমান টিকিট কেনার জন্য। তবে তাদের বেশিরভাগকেই দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও হতাশ হতে হয়েছে।


ভারত ও পাকিস্তান ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির এ-গ্রুপে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। 

]]>
সম্পূর্ণ পড়ুন