প্রথমপর্বের ২য় দফার আখেরি মোনাজাত বেলা ১২টায়: জিএমপি

৩ ঘন্টা আগে
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান বলেছেন, শনিবার তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠ মাওলানা সাদের অনুসারীদের কাছে বুঝিয়ে দেয়া হবে। আর আগামীকাল বুধবার প্রথমপর্বের ২য় দফার আখেরি মোনাজাত হবে বেলা ১২টায় বলেও জানান তিনি।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমা ময়দানে জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

 

তিনি বলেন, বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইজতেমা মাঠ নিয়ন্ত্রণে নিবে পুলিশ। শুক্রবারও পুলিশের কাছেই থাকবে। শনিবার (০৮ ফেব্রুয়ারি) মাওলানা সাদের অনুসারীদের কাছে বুঝিয়ে দেয়া হবে।

 

সকলের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী-এ কথা জানিয়ে নাজমুল করিম খান বলেন, এবার মোনাজাতের সময় যান চলাচল স্বাভাবিক থাকবে। সকলের প্রতি অনুরোধ মোনাজাতের সময় রাস্তায় কেউ বসবেন না। বুধবার (০৫ ফেব্রুয়ারি) প্রথমপর্বের ২য় দফার আখেরি মোনাজাত হবে বেলা ১২টায়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রস্তুত আছে।

 

প্রথম পর্বের প্রথম ধাপের ইজতেমা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সোমবার থেকে দ্বিতীয় ধাপ শুরু হয়। পুরো মাঠে ৩৬৫টি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। পেট্রোল, মোবাইল এবং চেকপোস্ট ডিউটির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। মাঠের ভেতরে আমাদের সদস্যরা সাদা পোশাকে কাজ করছেন। প্রথম পর্বের প্রথম ধাপের মতো আমরা সবার সহযোগিতায় দ্বিতীয় ধাপের ইজতেমাও সুন্দরভাবে করতে চাই বলেও জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন