সাভারে গুম হওয়া দুই শিবির নেতার সন্ধানের দাবিতে মানববন্ধন

৩ ঘন্টা আগে
২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকার সাভার থেকে গুম হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই মেধাবী শিক্ষার্থী, ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাসের সন্ধানে নোয়াখালী শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন আয়োজিত হয়।

 

গুম হওয়া দুজন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিলেন। ওয়ালিউল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন অর্থ সম্পাদক এবং মুকাদ্দাস সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। দুইজনই কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দেশীয় ব্লকের ২১১ নম্বর কক্ষে থাকতেন।

 

মানববন্ধনে বক্তারা দাবি করেন, অবিলম্বে গুম হওয়া দুই নেতার সন্ধান দেয়া হোক এবং তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হোক।

 

কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক এইচএম আবু মূসা তার বক্তব্যে বলেন, ‘আমরা গুম হওয়া ভাইদের সন্ধান চাই এবং তাদের পরিবারের কাছে ফিরে আসা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।’

 

আরও পড়ুন: দিল্লির কোলে বসে খুনিদের ঘোষিত কর্মসূচি করতে দেয়া হবে না: শিবির নেতা

 

অন্য নেতারা বলেন, ছাত্র শিবিরের সদস্যরা কোনো অন্যায় করেনি, তাই তাদের অবিলম্বে মুক্তি পাওয়া উচিত এবং তাদের পরিবারকে শান্তি ফিরে দিতে হবে।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক এইচএম আবু মূসা, নোয়াখালী শহর শাখার সভাপতি হাবিবুর আরমান, ফেনী শহর শাখার সভাপতি ওমর ফারুক, লক্ষীপুর শহর শাখার সভাপতি ফরিদুদ্দিন, নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি দাউদুল ইসলাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি আরিফুর ইসলামসহ অন্যান্য নেতা।

]]>
সম্পূর্ণ পড়ুন