বলিউডের তারকা সন্তানদের মধ্যে সবচেয়ে আলোচিত আরাধ্য বচ্চন। বাবা-মা যেমন জনপ্রিয় তারকা, তেমনি দাদা-দাদিও বলিউডের অন্যতম প্রভাবশালী তারকাজুটি। তাই জন্মের পর থেকেই লাইমলাইটে এ তারকাসন্তান।
শুধু লাইমলাইটই নয়, অল্প বয়সেই প্রচুর সম্পত্তির মালিক ঐশ্বরিয়াকন্যা। মাত্র ১৩ বছর বয়সেই শতকোটি টাকার সম্পত্তির মালিক আরাধ্য!
আরও পড়ুন: নিউইয়র্কের রাস্তায় রণবীরের হৃদয় ভেঙেছিলেন হলিউডের অভিনেত্রী
ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, জন্মের পর থেকেই পরিবারের সর্বকনিষ্ঠ সদস্যটিকে উপহারে মুড়িয়ে রেখেছেন পরিবাররের সবাই। মাত্র ১৩ বছর বয়সেই যে পরিমাণ সম্পত্তির মালকিন সে, তা হার মানাবে অনেক উঠতি তারকাদের। তারা হয়তো কয়েরটা সিনেমায় অভিনয় করেও এত সম্পত্তি তৈরি করে উঠতে পারেননি।
বলিউড সূত্রে খবর, প্রায় ১০০০ কোটি টাকার সম্পত্তির মালিক অভিষেক-ঐশ্বরিয়া। তাদের বেশিরভাগ সম্পত্তিই উত্তরাধিকার সূত্রে পেতে যাচ্ছেন আরাধ্য। এ ছাড়া তার দাদু অমিতাভ বচ্চন আরাধ্যকে উপহার দিয়েছিলেন লাল রঙের একটি মিনি কুপার। আর বাবা অভিষেক বচ্চন উপহার দিয়েছিলেন অডি এ ৮। শুধু বিলাসবহুল গাড়ি নয়, বিদেশে আরাধ্যর নামে রয়েছে বিলাসবহুল প্রাসাদও। দাদু অমিতাভ এবং ঠাকুমা জয়া বচ্চন দুজনে মিলে উপহার দিয়েছিলেন ৬০ কোটি টাকার সম্পত্তি।
আরও পড়ুন: মেয়ের প্রথম জন্মদিনে কী উপহার দিলেন দীপিকা?
এ ছাড়া দুবাইয়ে আরাধ্যর নামে দেড় কোটি টাকা দামের বিলাসবহুল বাংলো কিনে রেখেছেন অভিষেক। শুধু কি সম্পত্তি? আরাধ্যার আলমারির এক-একটি জামার দাম কারও বছরের বেতনের সমান। শোনা যায় মেয়েকে জন্মদিনে প্রায় ১০ লাখ টাকা দামের জামা উপহার দিয়েছিলেন ঐশ্বরিয়া। প্রতি বছরই জন্মদিনে আরাধ্যর সম্পত্তিতে নয়া সংযোজন ঘটে থাকে।
]]>