১২ ঘণ্টার আলটিমেটাম দিলেন আর্থিক সজীব

৩ দিন আগে
ইউটিউব চ্যানেল ‘প্র্যাংক কিং’-এর প্রতিষ্ঠাতা ও নাট্য নির্মাতা আর্থিক সজীব সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় আলটিমেটাম দিয়ে একটি পোস্ট দিয়েছেন।

আর্থিক সজীবের পোস্টটি হুবহু তুলে ধরা হলো-


প্র্যাঙ্ক কিং-এর কনটেন্টে মিথ্যা কপিরাইট স্ট্রাইক দিয়ে ৯মিলিয়নের চ্যানেল প্রাঙ্ক কিং এন্টারটেইনমেন্ট ডিলিট করা হয়েছে!

যদি আগামী ১২ ঘণ্টার মধ্যে এই মিথ্যা স্ট্রাইক প্রত্যাহার না করা হয়, তবে—

১ সংবাদ সম্মেলন ও জনসম্মুখে প্রকাশ: একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ফ্রড অ্যাক্টিভিটি ও জড়িত সকল ব্যক্তির পরিচয় প্রকাশ করা হবে। বাংলাদেশের জনগণ জানতে পারবে কারা এই প্রতারণা ও ডিজিটাল জালিয়াতি ও প্রাঙ্ক কিং ধ্বংসের সঙ্গে যুক্ত।

 

আরও পড়ুন: শাকিবের আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে মুখ খুললেন নির্মাতা


২ আইনগত ব্যবস্থা: বাংলাদেশের আইন ও দণ্ডবিধি অনুযায়ী নিম্নলিখিত অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে —
• অর্থ আত্মসাৎ ও প্রতারণা
• মিথ্যা কপিরাইট স্ট্রাইক প্রদান ও ব্লাকমেলিং
• এবং প্রতিষ্ঠানের ক্ষতি ও মানহানির চেষ্টা

 

আরও পড়ুন: মা গুলতেকিন খানের পোস্টের পর মুখ খুললেন নুহাশ হুমায়ূন

 

আমার দশ বছরের পরিশ্রম নষ্ট করে দিবেন আর আরামে ঘুমাবেন? এটা ভুলে যান! এর রেজাল্ট কত ভয়ানক হতে পারে কল্পনাতীত!
ইনশাল্লাহ, যে আগুন আপনারা ধরিয়েছেন সেই আগুনেই আপনারা নিজেরা পুড়বেন। এবং সেটা হবে আমার পক্ষ থেকে উচিৎ শিক্ষা ! 
অনেক ছাড় হয়ছে! অনেক ইগ্নোর করার ট্রাই করেছি ! আর নয়! ১২ ঘন্টা সময় দিলাম!!

 

]]>
সম্পূর্ণ পড়ুন