১০ রানেই ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ

৩ সপ্তাহ আগে
বৃষ্টির কারণে দফায় দফায় পেছানো জ্যামেইকা টেস্টেও ব্যাটিং ব্যর্থতা পিছু ছারেনই বাংলাদেশের। তৃতীয় সেশনে খেলা মাঠে গড়ানোর পর কেমার রোচের তোপের মুখে পড়েছে টাইগার ব্যাটাররা। মাত্র ১০ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ।

শনিবার (৩০ নভেম্বর) জ্যামাইকা টেস্টের প্রথম দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। স্কোরকার্ডে ১০ রান যোগ করতেই ফিরে গেছেন ওপেনার মাহমুদুল হাসান জয় এবং ওয়ান ডাউনে নামা মুমিনুল হক। দুজনকেই বিদায় করেছেন কেমার রোচ।


এদিন তৃতীয় সেশনে টস মাঠে গড়ায়। টস জিতে ব্যাটিং নেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে ব্যাটিং ব্যর্থতা পিছু ছাড়ছে না টাইগারদের। এই টেস্টেও ব্যর্থ বাংলাদেশের ওপেনিং জুটি।


আরও পড়ুন: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাদমান-নাহিদ


পঞ্চম ওভারের শেষ বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ওপেনার জয়। ভেতরের দিকে ঢোকা বল এই বাঁহাতির ব্যাটের কোণা ছুঁয়ে জমা পড়ে উইকেটকিপারের হাতে। ১২ বলে ৩ রান করেন জয়। বাংলাদেশ প্রথম উইকেট হারায় ৮ রানের মাথায়।


১০ বল পর বিদায় নেন মুমিনুল হকও। তিনিও রোচের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। ৬ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার।


এই মুহূর্তে ক্রিজে বিপর্যয় এড়াতে লড়ছেন আরেক ওপেনার সাদমান ইসলাম ও শাহাদাত হোসেন দীপু। ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২৪ রান। 


দশম ওভারের শেষ বলে প্রাণে বেঁচে গেছেন সাদমান। আলজারি জোসেফের বলে স্লিপে ক্যাচ ছেড়েছেন আলিক আথানাজে। 

]]>
সম্পূর্ণ পড়ুন