ভারত-পাকিস্তান লড়াই মানেই ক্রিকেট বিশ্বে অন্যরকম এক উত্তেজনা। যে লড়াই দেখতে মুখিয়ে থাকে পুরো ক্রিকেট দুনিয়া। তবে এই দুই দলের অতীতের যেকোনো ম্যাচের চেয়ে এবারের ম্যাচের আবহটা ছিল অনেকটাই ভিন্ন।
টসের সময় দুই দলের অধিনায়ক হাত হাত মেলাননি। ম্যাচের শেষে অবশ্য পাকিস্তানের ক্রিকেটাররা ভারতের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর জন্য দাঁড়িয়ে ছিলেন। কিন্তু ভারতীয় দল তাতে কোনো সাড়া দেয়নি। পাকিস্তান দল ভারতীয় ড্রেসিংরুমেও গিয়েছিল, কিন্তু দরজা তাদের মুখেই বন্ধ করে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: এক টেস্টের নৈপুণ্যেই আগস্টের সেরা ক্রিকেটার হলেন সিরাজ
ক্রিকেট খেলায় এমন ঘটনা বিরল, পাকিস্তানের ক্রিকেটাররা যতটা বন্ধুত্বপূর্ণ আচরণ দেখিয়েছেন, ভারত ঠিক তার উল্টো। এ যেন মুদ্রার এপিঠ আর ওপিঠ। তবে টিম ইন্ডিয়ার এমন আচরণে ক্রিকেট বিশ্বে বইছে সমালোচনার ঝড়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অপারেশন সিন্দুরে প্রাণ হারানো সৈন্যদের পাশাপাশি পেহেলগামে সন্ত্রাসী হামলার সময় মর্মান্তিকভাবে যে-সকল বেসামরিক নাগরিকরা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি সম্মান জানিয়ে পাকিস্তানি খেলোয়াড়দের সাথে করমর্দন এড়িয়ে গেছেন ভারতীয় ক্রিকেটাররা।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, টসের সময় ম্যাচ রেফারি পাকিস্তানের অধিনায়ক সালমানকে সূর্যকুমারের সাথে হ্যান্ডশেক করতে না করেছিলেন। ভারতের এই সিদ্ধান্তকে ‘অখেলোয়াড়সুলভ’ বলে অভিহিত করা হয়েছে। এবং এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া সিরিজে খেলবেন না উইলিয়ামসন
পিসিবি এক বিবৃতিতে এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে বলেছে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট টসের সময় সালমান আলী আগাকে সূর্যকুমারের সঙ্গে করমর্দন করতে না বলেছিলেন। পাকিস্তান টিম ম্যানেজমেন্ট এই আচরণকে ক্রীড়া চেতনার পরিপন্থি বলে প্রতিবাদ জানিয়েছে।
পিসিবি আরও নিশ্চিত করেছে যে, ম্যাচ-পরবর্তী উপস্থাপনা অনুষ্ঠানে পাকিস্তান অধিনায়কের না যাওয়ার সিদ্ধান্ত ভারতীয় দলের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ ছিল।
‘ভারতীয় দলের আচরণের প্রতিবাদে সালমান আলী আগা ম্যাচ-পরবর্তী উপস্থাপনা অনুষ্ঠানে যাননি। কারণ, অনুষ্ঠানের আয়োজকও একজন ভারতীয় ছিলেন।’
খেলা শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার ব্যাখ্যা করেন যে, পেহেলগামে যারা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি তারা।
]]>