দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ উইকেটে হেরে যায় পাকিস্তান। তারপর আবার গুণতে হচ্ছে ম্যাচ ফি’র ২৫ শতাংশ অর্থ। এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান পাঁচ ওভার কম বল করেছে। যে কারণে তাদের জরিমানা করা হয়।
আরও পড়ুন: লিটন-শান্তর অফফর্ম নিয়ে দুশ্চিন্তা করছেন না সালাউদ্দিন
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ অনুযায়ী তাদের পাঁচ পয়েন্ট কাটা হয়েছে। অনুচ্ছেদে বলা হয়েছে, প্রতিটি ওভার ছোট করার জন্য একটি দলকে পয়েন্ট জরিমানা করা হয়। সেই অনুযায়ী পাকিস্তান দলকে পাঁচ পয়েন্ট জরিমানা করে আইসিসি।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান
অনফিল্ড আম্পায়ার কুমার ধারমাসেনা এবং নিতিন মেনন, তৃতীয় আম্পায়র অ্যালেক্স ও চতুর্থ আম্পায়ার স্টেফেন হারিস স্লো ওভারের অভিযোগ করেন। পরে ম্যাচ রেফারির এমিরেটস আইসিসি এলিট প্যানেলের রিচি রিচার্ডসন এই শাস্তি মঞ্জুর করেন। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ নিজেও এ কথা স্বীকার করেছেন।
]]>