ইরাক যুদ্ধে তার দেশকে নেতৃত্ব দেয়া এবং মধ্যপ্রাচ্যের রাষ্ট্রদূত হিসেবে আট বছরের মেয়াদে মিশ্র সমালোচনা রয়েছে টনি ব্লেয়ারকে নিয়ে।
বৈঠকের বিষয়বস্তু জনসমক্ষে প্রকাশ করা হয়নি। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ বৈঠকের আগে ফক্স নিউজকে বলেছিলেন যে, যুদ্ধ শেষ হওয়ার পর গাজার প্রশাসন নিয়ে ব্যাপক পরিকল্পনার উপর এটি আলোকপাত করবে।
আরও পড়ুন:‘গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল’, বিশ্বাস করেন অর্ধেক মার্কিন ভোটার
সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, একজন সাধারণ পর্যবেক্ষকের কাছে, ব্লেয়ারের উপস্থিতি হয়তো অবাক হওয়ার মতো ছিল। যদিও তিনি মধ্যপ্রাচ্যে অভিজ্ঞতাসম্পন্ন একজন সাবেক বিশ্বনেতা। গত এক দশক ধরে এই অঞ্চলে তার সরকারী কার্যক্রম বেশিরভাগ ক্ষেত্রেই ব্যক্তিগত ব্যবসায়িক উদ্যোগ এবং মাঝে মাঝে মিডিয়াতে উপস্থিতির মধ্যেই সীমাবদ্ধ ছিল।
২০০৭ সালে ডাউনিং স্ট্রিট ত্যাগ করার পর, ব্লেয়ার আট বছর ধরে তথাকথিত কোয়ার্টেটের মধ্যপ্রাচ্য দূত হিসেবে দায়িত্ব পালন করেন, যেটি ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি চুক্তির জন্য বিশ্বশক্তির একটি দল।
২০১৫ সালে যখন ব্লেয়ার পদ থেকে পদত্যাগ করেন, তখন কোয়ার্টেটকে মূলত একটি অকার্যকর সংস্থা হিসেবে দেখা হত যার কোনো প্রকৃত ক্ষমতা ছিল না।
রাষ্ট্রদূত হিসেবে ব্লেয়ারের অতীত রেকর্ড খুব কম প্রশংসা কুড়িয়েছে। অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশ নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) প্রথমে তার নিয়োগকে স্বাগত জানালেও, তাদের সম্পর্ক দ্রুতই তিক্ত হয়ে ওঠে।
প্রতিবেদনে বলা হয়, ব্লেয়ার অজনপ্রিয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন এবং পশ্চিম তীরের রামাল্লাহ শহরে তিনি প্রায় পারসনা নন গ্রাটা হিসেবে ঘোষণার কাছাকাছি চলে যান। কারণ পিএ মনে করত তিনি ইসরাইলের প্রতি পক্ষপাতিত্ব করেন।
ইসরাইলি সেনাবাহিনী গাজায় আক্রমণ আরও তীব্র করার মধ্যে হোয়াইট হাউসের এই বৈঠক অনুষ্ঠিত হলো।
যুদ্ধ-পরবর্তী গাজা প্রস্তাবগুলো নিয়ে হওয়া বৈঠক সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে, ফেব্রুয়ারিতে ট্রাম্প পরামর্শ দিয়েছিলেন যে গাজাকে যুক্তরাষ্ট্র দখল করবে এবং গাজাবাসীদের স্থায়ীভাবে প্রতিবেশী দেশগুলোতে স্থানান্তরিত করা যেতে পারে।
আরও পড়ুন:গাজার জেইতুন এলাকায় দেড় সহস্রাধিক ভবন গুড়িয়ে দিলো ইসরাইল
আমেরিকা এই অঞ্চলটি ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ হিসাবে নতুন করে গড়ে তুলতে চেয়েছিল। তবে ট্রাম্পের এই ধারণার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে বিশ্বের অনেক দেশ।
]]>