‘হেরে যেতেই পারি’ বলা লিটন দাসের অগ্রাধিকার ভালো খেলায়

১ সপ্তাহে আগে
জেতার জন্যই একদল আরেকদলের মুখোমুখি হয়। একদল জিতে, অন্য দল হারে। বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের মধ্যকার আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজেও তো ব্যতিক্রম কিছু হচ্ছে না। একদল জিতবে। কোন দল জিতবে? বাংলাদেশ না নেদারল্যান্ডস?

তিন ফরম্যাটেই নেদারল্যান্ডস বাংলাদেশের তুলনায় শক্তিতে পিছিয়ে। অনেকে ডাচদের ছোট দলই বলবেন। কিন্তু বাংলাদেশ দলপতি লিটন দাস কোনো প্রতিপক্ষকেই ছোট বলতে নারাজ। সিলেটে ৩০ আগস্ট প্রথম ম্যাচকে সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এমন কোনো দল নেই যে ছোট। আমরা সব সময় খেলি জেতার জন্য, ভবিষ্যতেও জেতার জন্যই খেলব।’


ডাচদের ছোট দল বলতে নারাজ লিটন সফরকারীদের জেতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না, তবে ভালো খেলায় মনযোগ স্বাগতিক দলের ক্যাপ্টেনের। বাংলাদেশ হারতে পারে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘বাংলাদেশ এর আগেও অনেক দলের কাছে হেরেছে। নতুন কিছু না। যদি হেরেও যাই, হেরে যেতেই পারি। দুইটা দলই খেলতে এসেছে, একটা দল জিতবে, একটা দল হারবে। আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারছি, সেটা দেখার বিষয়।’


আরও পড়ুন: নারী আম্পায়ার জেসিকে মার্কিন দূতাবাসের অভিনন্দন


ডাচদের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজটা মূলত এশিয়া কাপের প্রস্তুতিস্বরূপ। এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর। এই সিরিজ থেকে সংযুক্ত আরব আমিরাতের টুর্নামেন্টে ভালো কিছু নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী লিটন। তিনি বলেন, ‘এই সিরিজ পরেই বড় ইভেন্ট—এশিয়া কাপ। এশিয়া কাপের আগে এটা একটা ভালো সিরিজ হবে, যেহেতু কন্ডিশন প্রায় সিমিলার। আশা করি ভালো কিছু নিয়ে যেতে পারব।’


সিলেটের উইকেট নিয়ে লিটন বলেন, ‘খুবই ভালো উইকেট। ব্যাটিং, বোলিং দুইটার জন্যই খুব ভালো হবে। একটা আইডিয়াল ক্রিকেট ম্যাচের জন্য যেমন উইকেট হওয়া দরকার, আমরা তেমনটাই আশা করব।’

]]>
সম্পূর্ণ পড়ুন