মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে ‘ফেলানী হত্যা থেকে ডামি ইলেকশন: কেঁড়ে নেয়া স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাহমুদুর রহমান বলেন, ‘শেখ হাসিনার এটা তৃতীয়বারের পলায়ন। এবার তাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে। ভারত যদি আমাদের সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্ক চায়, তাহলে অবশ্যই হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। যতদিন পর্যন্ত না দেবে, ততদিন শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য হবে দেশটি।’
ঐক্যবদ্ধভাবে ভারতীয় হেজিমনিকে প্রতিরোধের আহ্বান জানিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, ‘১৫ বছর ধরে বাংলাদেশে ‘র’ সব নিয়ন্ত্রণ করেছে। এখন এই ঘরেও ‘র’ রয়েছে কি না জানি না। ভারতীয় হেজিমনি কারও না কারও ওপর ভর করবে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
আরও পড়ুন: বাংলাদেশের স্বাধীনতা কোনোদিন মেনে নিতে পারেনি ভারত: মাহমুদুর রহমান
এবারের বিপ্লবে প্রথমবারের মতো দেশপ্রেম ও ধর্মপ্রেম মিলিত হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এবারের লড়াই ইসলামি চিন্তাচেতনা রক্ষা করার লড়াই। তরুণদের রক্তের বিনিময়ে প্রকৃত স্বাধীনতা এসেছে, এটা ধরে রাখতে হবে।’
মাহমুদুর রহমান বলেন, ‘আমি জুলাইকে বিপ্লব হিসেবেই দেখতে চাই। চাই বিপ্লব পূর্ণতা পাক। ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে যেন বিভাজন না হয়। চিন্তার ঐক্য, আদর্শের ঐক্য থাকতে হবে।’
ফেলানী হত্যা নিয়ে তিনি বলেন, ‘মাত্র ১৩ বছরের কিশোরী ফেলানীকে যেভাবে হত্যা করা হয়েছে, এমন নির্মম ঘটনা ফিলিস্তিন ছাড়া কোথাও দেখতে পাবেন না। পৃথিবীর কোনো সীমান্তেই এমন হত্যাকাণ্ড ঘটে না। বহু ক্ষেত্রে বাংলাদেশ সীমান্তের ভেতরেও হত্যা করা হয়। ফেলানীর ছবি বাংলাদেশের মানচিত্রের ছবি। কেবল কিশোরী নয়, বাংলাদেশের প্রতিচ্ছবি।’
ভারত বাংলাদেশকে রাষ্ট্র নয়, এ যাবতকাল উপনিবেশ হিসেবে বিবেচনা করে আসছে বলে অভিযোগ করেন মাহমুদুর রহমান। বলেন, ‘শেখ হাসিনার শাসনামলে এটা পোক্ত করা হয়।’
]]>