হাসিনা পালিয়ে গেলেও এখনও গণতন্ত্র পাই নাই: শামা ওবায়েদ

১ সপ্তাহে আগে
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গত ১৮ বছর আমার বাবা মারা গেছেন, বাবার আদর্শ ও ধানের শীষের আদর্শকে যারা ধরে রেখেছেন, যারা আন্দোলন সংগ্রাম করে আসছেন তাদেরকে স্মরণ করছি ও সালাম জানাচ্ছি। মৃত্যুর আগের দিন পর্যন্ত মানুষের জন্য কাজ করে গেছেন তিনি। দলমত, ধর্ম-বর্ণ গোত্র দেখেন নাই সবার জন্য কাজ করেছেন।

তিনি বলেন, ‘হাসিনা পালিয়ে গেলেও এখনও আমরা গণতন্ত্র পাই নাই। ভোটের অধিকারও পাই নাই। আমরা সকলে মিলে শপথ নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক পরিবার হয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে পথ চলবো এবং আগামী দিনে বাংলাদেশে ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করে যাব।’


শুক্রবার (২১ মার্চ) বিকেলে জেলার নগরকান্দা উপজেলা সদরের এম এন একাডেমি মাঠে বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় এ কথা বলেন তিনি। 

আরও পড়ুন: সংস্কারের নামে কালক্ষেপণ করা ব্যক্তিরাই দেশের শত্রু: শামা ওবায়েদ

তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘গত ১৭ বছর আপনারা যার জন্য আন্দোলন করছেন তা কিন্তু আপনারা এখনও পাননি। গণতান্ত্রিক ব্যবস্থার জন্য, একটি সুষ্ঠু ভোটের ব্যবস্থা এখনও আমরা পাইনি। বিগত নির্বাচনগুলোতে কেউ তাদের ভোট দিতে পারেনি।’


শামা ওবায়েদ বলেন, ‘শেখ হাসিনা বিএনপির নেতাকর্মীদের ওপর অনেক অত্যাচার করেছে। আমার বাবা ওবায়দুর রহমানকে জেল হত্যা মামলায় আসামি করা হয়। বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়, এখনও কোর্টের বারান্দায় তাদের ঘুরতে হচ্ছে।’

আরও পড়ুন: হাসপাতালে খালেদা জিয়াকে বিষ প্রয়োগ করা হয়েছিল: শামা ওবায়েদ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা দেশের ক্রান্তিকালে দায়িত্ব গ্রহণ করেছেন। সকলের ভরসা আছে আপনাদের প্রতি। সংস্কার প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন।’


নগরকান্দা ও সালথা উপজেলা এবং পৌর বিএনপি’র আয়োজনে স্মরণসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন