শুক্রবার (৪ এপ্রিল) সকাল থেকেই যমুনা পশ্চিম সংযোগ মহাসড়কে বাড়তে থাকে যাত্রী চাপ। যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়ছে।
এবার মহাসড়কে যানজটের কোন ভোগান্তি না থাকায় স্বস্তিতেই রাজধানীতে ফিরতে পারছে সবাই। সেইসঙ্গে বাসের ভাড়া নিয়েও তেমন কোন অভিযোগ করতে দেখা যায়নি। যাত্রীবাহী বাস ছাড়াও মোটরসাইকেল ও ব্যক্তিগত পরিবহনও করেও রাজধানীতে ফিরছে অনেকেই।
অতিরিক্ত যাত্রী চাপ থাকলেও পর্যাপ্ত বাস যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে জানান পরিবহন শ্রমিকেরা। দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসের কর্মী এনামুল ইসলাম বলেন, এবার মহাসড়কের অবস্থা অনেকটাই ভালো। টাঙ্গাইলের এলেংগা থেকে রংপুর পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ অনেকটা শেষ হওয়ায় এবার ঈদযাত্রায় কোন ভোগান্তি হয়নি। তেমনি ঈদ শেষে রাজধানীতে ফেরার পথেও কোথাও কোন যানজট নেই।
আরও পড়ুন: সদরঘাটে ঢাকামুখী মানুষের ঢল
রাজধানীর বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত মমিন জানান, পরিবার-পরিজন নিয়ে ঈদে অনেক আনন্দ করলাম। ছুটি শেষ হয়েছে, শনিবার (৫ এপ্রিল) থেকে কাজে যোগ দিতে হবে। তাই আজকেই রাজধানীতে ফিরতে হচ্ছে। তবে এবার মহাসড়কে কোন যানজট না থাকায় স্বস্তিতেই ফিরতে পারব।
সিরাজগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক জানান, ঈদের ছুটি শেষ হওয়ায় মহাসড়কে রাজধানী মুখী জানতে চাপ বাড়ছে। আমাদের সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী পর্যাপ্ত বাস প্রস্তুত রয়েছে। এতে যাত্রীদের কোন সমস্যা হবে না।
তিনি আরও বলেন, সেই সঙ্গে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড়ে আমাদের মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা সবসময় যাত্রীদের সুবিধার জন্য সেখানে রয়েছেন। সেই সঙ্গে এবার যাত্রীদের কাছ থেকো অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে না।
]]>