বিমসটেক সম্মেলনের সমাপনী দিনেও ইউনূসের পাশে মোদি

১৮ ঘন্টা আগে
বিমসটেক সম্মেলনের সমাপনী দিনে এক মঞ্চে শীর্ষ নেতারা। বৃহস্পতিবারের অফিশিয়াল ডিনারের পর শুক্রবার (৪ এপ্রিল) সকালে সরকার প্রধানদের আনুষ্ঠানিক ফটোসেশনেও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাশেই দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

সম্মেলনের সমাপনী দিনের বক্তব্যে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সম্ভাবনাময় দক্ষিণ এশিয়ার স্বপ্ন দেখান ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এবারের সম্মেলনে সামুদ্রিক পরিবহন সহযোগিতা স্মারকে স্বাক্ষর করা হয়েছে, যা ভূমিবেষ্টিত রাষ্ট্র ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


প্রধান উপদেষ্টার বক্তব্যে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। তিনি বলেন, দুই হাজার প্রাণের বিনিময়ে নতুনভাবে জেগে উঠেছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার একটি মজবুত ও স্বচ্ছ অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ।

 

আরও পড়ুন: যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজনই প্রধান লক্ষ্য: ড. ইউনূস


দ্রুত জাতীয় নির্বাচন দেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য জানিয়ে প্রধান উপদেষ্টা গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনের প্রতিশ্রুতি দেন। 


রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেককে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, সংকটের সমাধান না হলে পুরো অঞ্চলে বাড়বে হুমকি।


দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণমুক্ত বাংলাদেশ গড়ে তোলার আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

]]>
সম্পূর্ণ পড়ুন