জিম্বাবুয়ে সিরিজের ১৭ সদস্যের দলে না রাখলেও হাসারাঙ্গাকে এশিয়া কাপের দলে রেখেছে শ্রীলঙ্কা। হাসারাঙ্গা দলে ঢোকায় বাদ পড়েছেন জিম্বাবুয়ে সিরিজের দলে থাকা বিশেন হালামবাগ ও দুশান হেমন্থ। এছাড়া দলে আর কোনো পরিবর্তন নেই। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে হাসারাঙ্গার খেলার বিষয়টি নির্ভর করবে চোটের ওপর।
১৬ সদস্যের দলের নেতৃত্বভার যথারীতি চারিথ আসালাঙ্কার কাঁধে। টপঅর্ডারে পাথুম নিশাঙ্কার পাশাপাশি আছেন কুশাল মেন্ডিস ও কুশাল পেরেরা। টি-টোয়েন্টিতে ২০২৪ সাল থেকে প্রথম দুজন সাতশর বেশি রান করেছেন। একই সময়ে আসালাঙ্কা ও পেরেরা রান করেছেন চারশর বেশি।
টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার মূল বোলার মাথিশা পাথিরানা। জিম্বাবুয়ে সিরিজ ও এশিয়া কাপ, দুই স্কোয়াডেই আছেন তিনি। পেস আক্রমণে তাকে সঙ্গ দেবেন বিনোরা ফার্নান্দো, দুশমন্থ চামিরা, নুয়ান থুশারা। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন দাসুন শানাকা ও চামিকা করুনারত্নে। হাসারাঙ্গার লেগ স্পিনের পাশাপাশি স্পিন বিভাগে রয়েছেন দুনিত ভেল্লালেগে ও মহেশ থিকশানা। কামিন্দু মেন্ডিস সহায়তা করবেন দুই হাতের স্পিন ঘূর্ণি দিয়ে।
আরও পড়ুন: জিম্বাবুয়ে সিরিজে নেই হাসারাঙ্গা, শঙ্কা এশিয়া কাপেও
শ্রীলঙ্কা এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এবার তারা আছে ‘বি’ গ্রুপে। আবু জায়েদ স্টেডিয়ামে ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের শিরোপা ধরে রাখার মিশন।
শ্রীলঙ্কা স্কোয়াড
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, নুয়ানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালেগে, চামিকা করুনারত্নে, মহেশ থিকশানা, দুশমন্থ চামিরা, বিনোরা ফার্নান্দো, নুয়ান থুশারা ও মাথিশা পাথিরানা।
]]>