এছাড়া ইসরাইলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের পরিকল্পিত মুক্তির নিন্দা জানান বেন-গভির।
বেন-গভির হিব্রুতে এক্সে লিখেছেন, ‘যদি হামাস সরকার ভেঙে না ফেলা হয়, অথবা যদি তারা কেবল আমাদের মুখে মুখে বলে যে, এটি ভেঙে ফেলা হয়েছে, অথচ বাস্তবে অন্য কিছুর আড়ালে বিদ্যমান থাকে, তাহলে ইহুদি শক্তি ওজমা ইয়েহুদিত সরকার ভেঙে দেবে।’
আরও পড়ুন:গাজা শান্তি চুক্তির এখনও যে অস্পষ্টতা রয়েছে
তিনি বিবৃতিতে আরও বলেছেন যে তার দল চুক্তির বিরুদ্ধেও ভোট দেবে।
বেন-গভির আরও বলেন, তিনি নেতানিয়াহুকে বলেছেন তিনি এমন কোনো সরকারের অংশ হবেন না যারা গাজায় হামাসের শাসন অব্যাহত রাখতে দেবে।
এর আগে গাজায় যুদ্ধবিরতি চুক্তির ‘প্রথম ধাপে’ সম্মত হয় হামাস ও ইসরাইল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার ভোরে ট্রাম্প ঘোষণা করেন, ইসরাইল এবং হামাস গাজায় প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। এর মধ্যে রয়েছে যুদ্ধ বিরতি এবং ইসরাইলি জিম্মি এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তি।
আরও পড়ুন:ইরানি ক্ষেপণাস্ত্র থেকে ‘সব সীমা’ তুলে নিলেন খামেনি!
আগামী সোমবার বা মঙ্গলবার ইসরাইলি জিম্মিদের মুক্তি দেয়া হতে পারে বলেও জানিয়েছেন ট্রাম্প।
]]>