গোপালগঞ্জে হামলার পর বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
নাহিদ বলেন, ‘কোন জেলায় কখন পদযাত্রা হবে আগেই ঠিক ছিল। মুজিববাদী সন্ত্রাসীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে। এনসিপি এবং গণ-অভ্যুত্থানের নেতাদের হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলা চালায়।’
তিনি বলেন, ‘গোপালগঞ্জের রাজনীতি ও জেলার গণমানুষের সমস্যা এবং জাতীয় নাগরিক পার্টির ভাবনা নিয়ে কথা বলতে গিয়েছিলাম আমরা। সেখানে কথাও বলেছি। নেতারা বক্তব্য দেয়া শেষে মাদারীপুরে যাওয়ার পথে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের গাড়িবহরে হামলা চালায়, গুলি ছোড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপরও হামলা করে। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় খুলনা চলে আসি।’
আজ মাদারীপুর ও শরীয়তপুরে যে পদযাত্রা ছিল তা স্থগিত করা হয়েছে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ‘আজকের হামলায় স্পষ্ট হয়েছে, আওয়ামী লীগের আসল রূপ। তারা একটা মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট এবং জঙ্গিবাহিনীতে রূপান্তরিত হয়েছে, সেটাই আবারও দেশবাসীর সামনে স্পষ্ট হলো।’
আরও পড়ুন: হামলাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টা সময় দিলো এনসিপি
তিনি বলেন, ‘৫ আগস্টের পর শুনে এসেছি গোপালগঞ্জ ফ্যাস্টিটদের আশ্রয়কেন্দ্র গড়ে উঠেছে। সারা দেশে যাদের নামে মামলা রয়েছে তারাও আজ গোপালগঞ্জের হামলায় ছিলেন। পরিকল্পিতভাবে এনসিপির নেতাদের হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালিয়েছে তারা।’
বাংলাদেশে একটা মিথ ছিল উল্লেখ করে নাহিদ বলেন, ‘গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে কেউ প্রোগ্রাম করতে পারবে না। এনসিপি আজ সেই মিথ ভেঙে দিয়েছে। ৩০ দিনে ৬৪ জেলায় যাওয়ার চ্যালেঞ্জ এনসিপি পূরণ করবে।’
আগামীকাল ফরিদপুর দিয়ে আবারও জুলাই পদযাত্রা শুরু হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘যতই বাধা বিপত্তি, হামলা কিংবা হত্যাচেষ্টা হোক না কেন, এনসিপি দেশ গড়তে জুলাই পদযাত্রা থামাবে না।’
]]>