ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বিজনেস ওনার্স অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগ

২১ ঘন্টা আগে
বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল করিমকে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বিজনেস অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বিজনেস অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে প্রশাসক নিয়োগের আবেদন পাওয়া গেছে। মূলত ভুয়া ও বানোয়াট ভোটারের মাধ্যমে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং দীর্ঘদিন ধরে সংগঠনটিতে অনিয়ম সংগঠিত হচ্ছে।

 

আরও পড়ুন: আটাবের প্রশাসক হলেন মোতাকাব্বীর আহমেদ

 

সংগঠনটির বার্ষিক সাধারণ সভা নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে না জানিয়ে আদেশে বলা হয়, যেহেতু ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বিজনেস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলেও সন্তোষজনক জবাব দাখিল করেননি।

 

এ পরিস্থিতিতে বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির পরিচালনা পর্ষদ বাতিল করে সরকারের অনুমোদনক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল করিমকে সংগঠনটির প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

 

নিয়োগকৃত প্রশাসক ১২০ দিনের মধ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন বলেও জানানো হয় আদেশে।

]]>
সম্পূর্ণ পড়ুন