দেখ নিন ভাতের বিকল্প হিসেবে উপকারী কার্বোহাইড্রেট-
১. ওটস: এটি দ্রবণীয় ফাইবারে সমৃদ্ধ। কোলেস্টেরল কমাতে সাহায্য করে। সকালের নাশতা বা ডিনারে উপযোগী।
২. কুইনোয়া: গ্লুটেন-ফ্রি, প্রোটিন ও সব ৯টি অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ। ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণে সহায়ক।
আরও পড়ুন: সকালে কিশমিশ খেলে দূর হবে লিভার, কিডনি, গ্যাস্ট্রিকের সমস্যা
৩. মিষ্টি আলু: বিটা-ক্যারোটিন, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। ধীরে শক্তি দেয়, হজমে ভালো।
৪. লাল/বাদামী আটা বা হোল হুইট রুটি: পরিশোধিত আটা নয়, আসল হোল হুইট বেছে নিন। ফাইবার বেশি, হজম ধীরে হয়।
৫. বার্লি: রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক। স্যুপ বা ভাতের মতো রান্না করা যায়।
৬. ডাল ও ছোলা: প্রোটিন, আয়রন, ফাইবার সমৃদ্ধ। কারি, সালাদ বা খিচুড়িতে ব্যবহার করা যায়।
আরও পড়ুন: রাতে ওটস খেলে কী হয়?
পরামর্শ: হঠাৎ ভাত পুরো বাদ না দিয়ে ধীরে ধীরে এই বিকল্পগুলো অন্তর্ভুক্ত করলে শরীর সহজে মানিয়ে নেবে।