স্কোয়াডের শক্তি বাড়িয়েই চলেছে অ্যাতলেটিকো মাদ্রিদ

২১ ঘন্টা আগে
নতুন মৌসুমের জন্য স্কোয়াডের শক্তি বাড়িয়েই চলেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। এবার নাপোলি থেকে ইতালিয়ান ফরোয়ার্ড জিয়াকোমো রাসপাদোরিকে দলে টেনেছে স্প্যানিশ ক্লাবটি।

২৫ বছর বয়সি এই ফরোয়ার্ডের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে অ্যাতলেটিকো। ইতালিয়ান গণমাধ্যমের খবর, এজন্য ২ কোটি ৬০ লাখ ইউরো খরচ করতে হচ্ছে লা লিগার ক্লাবটির। গ্রীষ্মের দলবদলে এই নিয়ে সাত জন খেলোয়াড় দলে টানল অ্যাতলেটিকো।


২০২২ সালে সাসসুয়ালো থেকে ধারে নাপোলিতে পাড়ি জমান রাসপাদোরি। ক্লাবটিতে প্রথম মৌসুমেই সিরি আ জয়ের স্বাদ পান তিনি। মৌসুম শেষে তাকে স্থায়ীভাবে কিনে নেয় নাপোলি।


আরও পড়ুন: বার্সেলোনা ছেড়ে রোনালদোর ক্লাবে যোগ দিলেন ইনিগো মার্টিনেজ 


গত মৌসুমে নাপোলির জার্সিতে দ্বিতীয়বারের মতো সিরি আ জেতেন এই ইতালিয়ান স্ট্রাইকার। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ১০৯ ম্যাচ খেলে ১৩ গোল ও ১০টি অ্যাসিস্ট করেন তিনি। বেশিরভাগ ম্যাচেই অবশ্য বদলি হিসেবে মাঠে নামেন।


২০২০ সালে ইউরো জয়ী ইতালি দলের সদস্য ছিলেন রাসপাদোরি। দেশের হয়ে ৪০ ম্যাচ খেলে ৯ গোল করেছেন তিনি। 

]]>
সম্পূর্ণ পড়ুন