হামজার ফ্রি কিক গোলে এগিয়ে গেলো বাংলাদেশ

১ দিন আগে
হামজা আপনার দলে থাকলে কোথায় খেলাতেন? সংবাদ সম্মেলনে হংকং কোচকে এমন একটা প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। অ্যাশলে ওয়েস্টউডের উত্তরটা অবাক করার মতোই ছিল। লেস্টার সিটি তারকাকে বেঞ্চেই রাখতেন বলে জানান তিনি। সেই হামজা অবশ্য বাংলাদেশের বেঞ্চে নেই, তিনি দেশের ফুটবলের পোস্টারবয়। শুরুর একাদশেই স্থান পেয়েছেন তিনি।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে হামজার গোলেই হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে এগিয়ে গিয়েছে বাংলাদেশ। ১৩ মিনিটেই বাংলাদেশকে এগিয়ে দেন হামজা।


হংকংয়ের ফাউলের পর ১২ মিনিটে ফ্রি কিক পেয়েছিল বাংলাদেশ। ডি বক্সের বাঁ-প্রান্ত থেকে সেই ফ্রি কিকে সরাসরি বল জালে জড়ান ইংল্যান্ডের লিগে খেলা এই ফুটবলার। হংকং গোলরক্ষক লাফিয়ে উঠেও সেই বল ঠেকাতে পারেননি।


আরও পড়ুন: মিশরকে বিশ্বকাপের টিকিট এনে দিলেন সালাহ


বাংলাদেশের জার্সিতে ৪ ম্যাচে হাজমার এটা দ্বিতীয় গোল। ভারতের বিপক্ষে অভিষেকে গোল পাননি তিনি। বেশি অপেক্ষাও করতে হয়নি তাকে, ভুটানের বিপক্ষে পরের ম্যাচেই ২-০ গোলের জয়ে জাল খুঁজে পান তিনি। সিঙ্গাপুরের বিপক্ষে থাকেন গোলশূন্য, পরের দুই ম্যাচ খেলতে হামজা আর দেশে আসেননি।


এই ম্যাচে হামজা একাদশে থাকলেও নেই কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম ও ইতালিয়ান প্রবাসী ফাহমেদুল ইসলাম। নেই তপু বর্মণ ও জামাল ভূঁইয়াও। অথচ এই ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এশিয়ান কাপের দৌড়ে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই। তবে হারলেও যে সম্ভাবনা থাকবে না, তা কিন্তু নয়; তবে সেটি কেবল কাগজে-কলমে।


ম্যাচটা বাংলাদেশের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে হংকংয়ের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে। বাছাইয়ে হংকং এখন পর্যন্ত হারেনি। সিঙ্গাপুরের বিপক্ষে ড্র এবং পরের ম্যাচে ভারতকে হারিয়েছিল তারা। বাংলাদেশের বিপক্ষে কখনও হারের অতীত নেই হংকংয়ের। পরিসংখ্যান বা ফিফা র‌্যাঙ্কিংয়েও যথেষ্ট এগিয়ে আছে তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন