সোমবার ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে ১৪ অক্টোবর। মামলার চার আসামির সবাই পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
এদিকে শেখ হাসিনারসহ তিনজনের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলার তদন্ত কর্মকর্তার জেরা শুরু হয়েছে। তদন্ত কর্মকর্তা আলমগীরকে জেরা করছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী।
আরও পড়ুন: হানিফসহ ৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
এই মামলায় মোট সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন। তদন্ত কর্মকর্তার জেরার শেষ হলে শুরু হবে যুক্তিতর্ক উপস্থাপন। এরপর রায়ের দিন ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।এছাড়া ট্রাইব্যুনাল-২ এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার নবম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
]]>