বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে শহরের চকসূত্রাপুর এলাকার একটি বাড়ি থেকে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় অপহরণের শিকার দুই ব্যক্তিকে।
গ্রেফতাররা হলেন: শহরের চেলোপাড়ার এলাকার মহসীন কাজি সিজানসহ চক সূত্রাপুর এলাকার ওমর সরকার, কেয়া বেগম, আফসানা মিমি ,কামরুন্নাহার, এনামুল হোসেন ও ওমর ফারুক।
ডিবি পুলিশ জানায়, প্রায় দেড় মাস আগে একটি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে জয়পুরহাট জেলার বাসিন্দা এক ব্যক্তির সঙ্গে গ্রেফতার কেয়ার পরিচয় ঘটে। সে সময় তাদের মধ্যে মোবাইল নাম্বার আদান-প্রদান হয়। বৃহস্পতিবার দুপুরে কেয়া ওই ব্যক্তিকে দেখা সাক্ষাতের জন্য বগুড়ায় আসতে বলেন। পরে অপহরণের শিকার ওই ব্যক্তি তার আরেক সহযোগীকে নিয়ে চকসূত্রাপুর এলাকার এক বহুতল ভবনে কেয়ার সঙ্গে দেখা করতে যান। এ সময় কেয়া ও তার চক্রের বাকি সদস্যরা তাদের আটকে রেখে ৪ লাখ টাকা চাঁদা দাবিসহ মারধর করে। খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৭ অভিযুক্তকে গ্রেফতার ও দুই ভুক্তভোগীকে উদ্ধার করে।
আরও পড়ুন: যশোরে ‘হানি ট্রাপে’ ফেলে অর্থ আদায় চক্রের ৬ সদস্য আটক
বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, গ্রেফতার ৭ জন একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের মধ্যে সিজনা ও ওমরের বিরুদ্ধে হত্যা ও ছিনতাইসহ একাধিক মামলা আছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।