হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় এসআই প্রত্যাহার, গ্রেফতার ২১

৩ দিন আগে
বগুড়ার শিবগঞ্জে হাতকড়াসহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুকে ছিনিয়ে নেয়ার ঘটনায় ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে উপপরিদর্শক (এসআই) আল মামুনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে থানা থেকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৬ অক্টোবর) শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ‘দায়িত্বে অবহেলা থাকায় এসআই মামুনকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়াও ঘটনার সঙ্গে জড়িত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’


সাধারণ মানুষ কাউকে হয়রানি করা হচ্ছে না দাবি করে ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘দ্রুত আসামি রাজুকেও গ্রেফতার করা হবে।’


আরও পড়ুন: হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা, আসামি ২০০


এরআগে রোববার ২০ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আরও ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এরপরই তাদের গ্রেফতার করা হয়।


পুলিশ জানায়, গ্রেফতার ২১ জনের মধ্যে দুজন এজাহারভুক্ত আসামি। আর বাকি ১৯ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১১ নারী ও ১০ জন পুরুষ রয়েছেন।


আরও পড়ুন: পুলিশকে মারধর করে হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা


এরআগে শনিবার রাতে পারিবারিক বিয়ের আয়োজনে অংশ নিতে রাজু নিজ গ্রামের বাড়ি শিবগঞ্জের চকভোলায় যান। খবর পেয়ে মাত্র একজন কনস্টেবলকে নিয়ে এসআই মামুন সাদা পোশাকে সেখানে গিয়ে রাজুকে গ্রেফতার করেন।


তাকে হাতকড়া পরিয়ে থানায় নেয়ার সময় স্বজন ও সমর্থকরা পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে তারা রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নেন। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা রাজুকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
 

]]>
সম্পূর্ণ পড়ুন