স্বর্ণার জাদুতে শ্রীলঙ্কাকে নাগালের মধ্যে আটকাল বাংলাদেশ

১ সপ্তাহে আগে
মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়ে শুরুটা ভালোই করেছিল শ্রীলঙ্কা। তবে ১৩-২০ ওভারের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে লঙ্কানদের চাপে ফেলে বাংলাদেশের স্পিনাররা। পঞ্চম উইকেটে নিলাকশিকা ডি সিলভা এবং হাসিনি পেরেরা দ্রুত রান তুলে আবারও চাপ তৈরি করেন বাংলাদেশি বোলারদের ওপর। এক পর্যায়ে মনে হচ্ছিল, ২৫০-৩০০ রানের দিকে এগোচ্ছে শ্রীলঙ্কা। তবে সেখান থেকে স্বর্ণা আক্তারের জাদুকরী বোলিংয়ে লাগাম টেনে ধরে টাইগ্রেসরা।

সোমবার (২০ অক্টোবর) গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কাকে ২০২ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। ১০ ওভারে ৪ মেডেনসহ ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার স্বর্ণা আক্তার।

 

বোলিংয়ে নেমে প্রথম বলেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। ভিশমি গুনারত্নকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আউট করেন মারুফা আক্তার। তবে দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লঙ্কানরা। হাসিনি পেরেরাকে সঙ্গে নিয়ে এই উইকেটে ৭২ রান যোগ করেন চামারি আতাপাত্তু। তবে এরপর ২৮ রানে ৩ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে শ্রীলঙ্কা।

 

৪৩ বলে ৪৬ রান করে রাবেয়ার বলে এলবিডব্লিউ হন আতাপাত্তু। স্বর্ণার দুর্দান্ত থ্রোয়ে রান আউট হন হার্সিতা সামারাবিক্রমা। নাহিদা আক্তারের বলে দুর্ভাগ্যজনকভাবে স্ট্যাম্পিং হয়ে ফেরেন কাভিশা দিলহারি।  

 

আরও পড়ুন: মিরপুরের চেয়েও বাজে পিচের নাম জানালেন মুশতাক আহমেদ

 

পঞ্চম উইকেটে দ্রুত সময়ের মধ্যে ৭৪ রানের জুটি গড়েন নিলাকশিকা এবং হাসিনি। এই সময় রান ছুটছিল ৩০০'র দিকে। কিন্তু ৩২ তম ওভারে নিলাকশিকা এবং ৩৪ তম ওভারে আনুশকা সৃজাওয়ানিকে ফিরিয়ে আবারও লাগাম টানে বাংলাদেশ। দুটো উইকেটই নেন স্বর্ণা। ৩৬ তম ওভারে এসে পেরেরাকেও ফিরিয়ে লঙ্কান ব্যাটিংয়ের মেরুদণ্ডই ভেঙে দেন স্বর্ণা। ১৮২ রানে ৮ উইকেট হারানোর পর কোনোরকমে ২০২ রান করে শ্রীলঙ্কা।  

 

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেছেন পেরেরা। ৩৮ বলে ৩৭ রান আসে নিলাকশিকার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নিয়েছেন স্বর্ণা। ২ উইকেট গেছে স্বর্ণার ঝুলিতে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন