ভারতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২০

৮ ঘন্টা আগে
ভারতের তেলেঙ্গানায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) সকালে রাজ্যের হায়দরাবাদ থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে রাঙ্গারেড্ডি জেলায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিকারাবাদ জেলার তান্দুর থেকে হায়দরাবাদ যাওয়ার সময় পাথরবোঝাই ট্রাকটির সঙ্গে বাসটি সংঘর্ষ হয়। এসময় বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিল। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ট্রাকের পাথরের বোঝা পুরো বাসের ওপর পড়ে যায়, ফলে বেশ কয়েকজন যাত্রী এর নিচে আটকা পড়েন।

 

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর সেখানে সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। সাধারণ মানুষ ও পুলিশ মিলে বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

 

দুর্ঘটনায় নিহত যাত্রীদের মধ্যে একটি ১০ মাস বয়সি শিশু, ১০ জন নারী রয়েছেন। দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন যাত্রীকে স্থানীয় সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

আরও পড়ুন: ভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৯

 

এর আগে গত শনিবার ভোরে রাজস্থানের ফালৌদি জেলার মতোদা গ্রামে ভয়াবহ আরেক সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও তিনজন আহত হন। ভারত মালা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ওই হতাহতের ঘটনা ঘটে।

 

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা করার নির্দেশ দিয়েছেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন