নিখোঁজের তিনদিন পর খাল থেকে হাত-পা বাঁধা অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

৮ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে নিখোঁজের তিনদিন পর হাত-পা বাঁধা ও কম্বল পেঁচানো অবস্থায় অটোরিকশা চালক মোহাম্মদ মজিবল মাঝির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার অটোরিকশাটির সন্ধান মেলেনি। ধারণা করা হচ্ছে, যাত্রীবেশী দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়।

সোমবার (৩ নভেম্বর) সদর উপজেলার পূর্ব রতনপুরে রাস্তার পাশের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


নিহত মোহাম্মদ মজিবল মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে শান্তিনগর এলাকার বাধন সরকারের গ্যারেজে তার নিজের অটোরিকশা রাখতেন ও চার্জ দিতেন।  তার গ্রামের বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলার চর কুশারিয়া এলাকায়।

 

পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে মজিবল লৌহজংয়ের মাওয়ার উদ্দেশ্যে গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর ঢাকায় বসবাসকারী তার ছেলে রাসেল মিয়া রোববার মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।


আরও পড়ুন: ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাকপ্রতিবন্ধী অটোরিকশা চালক খুন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে খালে ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। ছেলে তার বাবার মরদেহ সনাক্ত করেছেন।


এ ঘটনায় স্থানীয়রা দ্রুত দোষিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে। হত্যাকাণ্ডটির আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন