মহসীন নাকভী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, একইসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান তিনি।
এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। তবে ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাকভীর হাত থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকার জানায় ভারতীয় ক্রিকেটাররা। নাকভী নিজেও তাদেরকে ট্রফি দেননি।
আরও পড়ুন: শ্রীলঙ্কার ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেলেন জুলিয়ান উড
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, ভারতীয় দল যদি সত্যিই ট্রফি নিতে চায়, তাহলে এসিসির সদর দপ্তরে এসে সেটি সংগ্রহ করতে হবে। এ সিদ্ধান্তের কারণে ক্রিকেটের সীমানা ছাড়িয়ে দেশবাসীর মাথা উঁচু করে দিয়েছেন বলে দাবি করেছেন সিদ্ধ ও করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রধান গুলাম আব্বাস জামাল।
তিনি বলেন, ‘এটি স্রেফ ক্রিকেটের বিষয় নয়। এটি মর্যাদা, সার্বভৌমত্ব ও চাপের কাছে মাথা নত না করার ব্যাপার।’ এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে করাচিতে নাকভিকে এ স্বর্নপদক দেয়া হবে। এ কারণে একটি বিশেষ কমিটিও গঠিত হয়েছে, যার প্রধান হিসেবে থাকবেন সিন্ধ বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রধান খালিদ জামিল শামসি এবং সদস্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন করাচির কমিশনার ও ডিরেক্টর স্পোর্টস গুলাম মুহাম্মদ খান।
আরও পড়ুন: বিসিবির নির্বাচন পেছানোসহ প্রতিবাদী কাউন্সিলরদের ৩ প্রস্তাব
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নাকভিকে এ স্বর্নপদক প্রদান করবেন পাকিস্তানের পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি। তবে এখনো এই অনুষ্ঠানের চূড়ান্ত সময় সূচি নির্ধারণ হয়নি।
]]>