স্ত্রী হত্যার অভিযোগে হাজীগঞ্জে স্বামী আটক

৩ সপ্তাহ আগে
চাঁদপুরের হাজীগঞ্জে স্ত্রী রুমা রানী ঘোষ (২৮) হত্যার অভিযোগে কয়েক ঘণ্টার মধ্যেই স্বামী আকাশ সরকারকে (৩০) আটক করেছে পুলিশ। তবে স্বামীর পরিবারের দাবি, রুমা আত্মহত্যা করেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাজীগঞ্জ বাজার ফায়ার সার্ভিস স্টেশনের পেছনের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত রুমা রানী ঘোষের চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তিনি হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের ঘোষবাড়ির উত্তম ঘোষের মেয়ে। তার স্বামী আকাশ সরকার হাজীগঞ্জ বাজার এলাকার বাসিন্দা।

 

খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু আহাম্মদ চৌধুরীসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

নিহতের মা প্রতিমা ঘোষ বলেন, ’আমার জামাতা আকাশ ফোন করে জানায় রুমা অসুস্থ। পরে বাসায় গিয়ে দেখি রুমার মৃতদেহ মেঝেতে পড়ে আছে। আকাশ জানায়, রুমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’

 

তিনি বলেন, ‘প্রায় ৬-৭ বছর আগে প্রেম করে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে আকাশের মাদকাসক্তি ও বেকারত্বের কারণে সংসারে অশান্তি শুরু হয়। নাতির ভবিষ্যতের কথা ভেবে রুমা একটি বিউটি পার্লারে কাজ শুরু করেছিল। তবে আকাশ প্রায়ই তাকে নির্যাতন করতো। এসব বিষয়ে থানায় অভিযোগও দেয়া হয়েছিল।’

 

আরও পড়ুন: পর্যটনে সম্ভাবনার দ্বার খুলতে পারে চাঁদপুরের তিন নদীর মোহনা!

 

প্রতিমা ঘোষের অভিযোগ, ’আমার মেয়ে যদি আত্মহত্যা করে, তাহলে তার জামাকাপড় ছেঁড়া কেন? শরীরে আঘাতের চিহ্ন কেন থাকবে? আকাশই আমার মেয়েকে মেরে জানালার সঙ্গে ঝুলিয়ে রেখেছে। জানালার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করা সম্ভব নয়।’

 

অন্যদিকে নিহতের শাশুড়ি অভিযোগ অস্বীকার করে বলেন, ’দুপুরে আমি ঘরে ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে দেখি রুমা জানালার সঙ্গে ঝুলে আছে। এরপর আমি তাকে নামিয়ে সবাইকে ফোন দেই। তবে কেন সে আত্মহত্যা করলো, তা জানি না।’

 

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ’আকাশ সরকারকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। রাতেই মামলা দায়ের হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন