স্ত্রী–প্রেমিকার সঙ্গে অভিনয় নিয়ে কী বললেন সাইফ আলি?

৩ দিন আগে
নবাব পরিবারের সন্তান সাইফ আলি খান। তিনি নব্বইয়ের দশকে ক্যারিয়ার শুরু করেন। ক্যারিয়ারে অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে অভিনয় জীবন নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন।

সম্প্রতি এ স্কায়ার ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারসহ নানা বিষয়ে কথা বলেছেন সাইফ।


সাক্ষাৎকারে সাইফ জানান, কেন তিনি স্ত্রী বা প্রেমিকার সঙ্গে কাজ করতে চান না। যদিও তিনি স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে বহু ছবিতে কাজ করেছেন, তার সাবেক স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে কোনো সিনেমায় কাজ করেননি।

 

আরও পড়ুন: প্রাক্তন প্রেমিকাকে দেখে পথ ভুলে গেলেন রণবীর


সময়ের সঙ্গে সাইফ বুঝতে পারেন, অন্য সহ-অভিনেত্রীর সঙ্গে কাজ করতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। কারণ, এতে একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতার মধ্যে দিয়ে যাওয়া যায়। সাইফ বলেন, ‘এই কারণেই স্ত্রী–প্রেমিকার সঙ্গে কাজ করা ভালো আইডিয়া নয়।’


 

‘এলওসি কারগিল’, ‘ওমকারা’, ‘টাশান’, ‘রোডসাইড রোমিও’, ‘কুরবান’ ও ‘এজেন্ট বিনোদ’ ইত্যাদি ছবিতে সাইফ এবং কারিনা কাপুর একসঙ্গে কাজ করেছেন। এ ছাড়া এই তারকা যুগলকে দেখা গেছে বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রেও।

 

আরও পড়ুন: প্রথমবার বিলিয়নিয়ার ক্লাবে শাহরুখ, জেনে নিন বলিউডের সেরা ৫ ধনীর নাম


২০২১ সালে সাইফ পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তাদের একসঙ্গে কাজ করার জন্য একটি বিশেষ প্রকল্প দরকার, যা দুজনকেই আগ্রহী করবে। তখন তিনি বলেছিলেন, ‘সবচেয়ে ভালো হয় একসঙ্গে কাজ না করলে। আমরা ঘরে একসঙ্গে থাকি, তাই কাজের জায়গা অন্যদের সঙ্গে ভাগ করে নেয়াই ভালো।’

 

]]>
সম্পূর্ণ পড়ুন