স্টাম্পিংয়ের রেকর্ডে মুশফিককে ছাড়িয়ে গেলেন লিটন

২ সপ্তাহ আগে
টেস্ট ক্রিকেটে বাংলাদেশি উইকেটরক্ষকদের মধ্যে সর্বোচ্চ স্টাম্পিংয়ের রেকর্ড গড়েছেন লিটন দাস। সিলেট টেস্টের প্রথম দিনে মুশফিকুর রহিমের ১৫টি স্টাম্পিংয়ের রেকর্ডকে টপকে গিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক।

জুনে অনুষ্ঠিত গল টেস্টে শ্রীলঙ্কার ওপেনার লাহিরু উদারাকে স্টাম্পড করে এই রেকর্ডে মুশফিকের পাশে বসেছিলেন লিটন। আজ (১১ নভেম্বর) সিলেটে হাসান মুরাদের বলে লোরকান টাকারকে স্টাম্পড করে সেই রেকর্ডটা নিজের করে নিলেন লিটন।  

 

রেকর্ড গড়ে অবশ্য এক ধাপ এগিয়েও গেছেন লিটন। মুশফিককে ছাড়িয়ে যাওয়ার চার ওভার পরেই পেয়ে যান নিজের ১৭তম স্টাম্পিং শিকার। মেহেদী হাসান মিরাজের বলে অ্যান্ডি ম্যাকব্রাইনকে ফিরিয়েছেন লিটন।

 

আরও পড়ুন: অলআউট করতে না পারার হতাশা নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ  

 

টেস্টে মুশফিককে ছাড়িয়ে গেলেও সব ফরম্যাটে স্টাম্পিংয়ের রেকর্ডে তার চেয়ে যোজন যোজন পিছিয়ে লিটন। তিন সংস্করণ মিলিয়ে মুশফিকের স্টাম্পিং আছে ১০১টি। বাংলাদেশি কোনো খেলোয়াড়ের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ। ৩৪টি স্টাম্পিং করে লিটন আছেন এই তালিকার তিনে। ৪৪ স্টাম্পিং নিয়ে দুইয়ে খালেদ মাসুদ।  

 

স্টাম্পিংয়ে সারা বিশ্বেই মুশফিক আছেন চারে। ভারতের মহেন্দ্র সিং ধোনি (১৯৫) ও দুই শ্রীলঙ্কান কুমার সাঙ্গাকারা (১৩৯) ও রমেশ কালুভিতারানাই (১০১) শুধু স্টাম্পিংয়ের এই রেকর্ডে তার ওপরে আছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন