নওগাঁ জেলা বিএনপির সভাপতি নান্নু, সাধারণ সম্পাদক রিপন

১ দিন আগে
দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উৎসবমুখর পরিবেশে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন সভাপতি, সাধারণ সম্পাদক ও তিনজন সাংগঠনিক সম্পাদক।

সভাপতি হয়েছেন আবু বক্কর সিদ্দিক (নান্নু) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মামুনুর রহমান রিপন। সাংগঠনিক তিনটি পদে নির্বাচিত হয়েছেন: নূর-ই আলম মিঠু, শফিউল আজম (ভিপি) রানা ও খাইরুল আলম গোল্ডেন।

 

সোমবার (১১ আগস্ট) সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোট শেষে রাত ১টার দিকে ভোট গণনা শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এ ফলাফল ঘোষণা করেন। এর আগে বিকেল সাড়ে ৫টা থেকে বিরতিহীনভাবে শহরের কনভেনশন সেন্টারে একটানা রাত সাড়ে ৮টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর শুরু হয় গণনা।

 

আরও পড়ুন: রাজশাহী মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত, দায়িত্বে ২ কেন্দ্রীয় নেতা

 

ভোট গণনা শেষে সভাপতি পদে আবু বক্কর সিদ্দিক (নান্নু) ৬৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জেলা বিএনপির আহ্বায়ক থেকে তিনি সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজমুল হক সনি পেয়েছেন ৪০০ ভোট। নাজমুল হক সনি নওগাঁ পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

 

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগে সিলেটে বিএনপির উপজেলা সভাপতিকে অব্যাহতি

 

এদিকে সাধারণ সম্পাদক পদে মামুনুর রহমান রিপন ৬৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বায়েজিদ হোসেন পলাশ পেয়েছেন ৬৭১ ভোট। পলাশ জেলা বিএনপির সদস্য সচিব ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন