আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তৃতীয় শ্রেণির পাঁচ শিক্ষার্থীকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকি শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্লাস শুরুর আগে দুপুর ১২টার দিকে প্রধান শিক্ষক রাসেল বেপারী পাঁচ শিক্ষার্থীকে অফিস কক্ষে ডেকে নেন এবং তাদের দিয়ে স্কুলের ছাদ পরিষ্কার করানোর নির্দেশ দেন। শিক্ষার্থীরা ছাদে উঠে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করলে পাশের একটি গাছে থাকা মৌমাছির চাকে একটি পাখি ঠুকর দেয়। এতে ক্ষিপ্ত মৌমাছিগুলো ছাদে থাকা শিক্ষার্থীদের আক্রমণ করে।
প্রাণ বাঁচাতে কেউ কেউ ছাদ থেকে নিচে ঝাঁপ দেয়। এরপর মৌমাছিরা পুরো স্কুলে ছড়িয়ে পড়ে এবং অন্যান্য শিক্ষার্থীদেরও কামড় দেয়। তাতে প্রায় ২৫জন শিক্ষার্থী এ ঘটনায় মৌমাছির কামড়ের শিকার হন। আহত শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে বিএনপির ব্যানার টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের
ঘটনার বিষয়ে প্রধান শিক্ষক রাসেল বেপারী বলেন, 'শিক্ষার্থীরা হঠাৎ করে হাঁটতে গিয়ে মৌমাছির আক্রমণের শিকার হয়।' তবে আহত শিক্ষার্থীদের দাবি, স্কুলের ছাদ পরিষ্কারের জন্য শিক্ষকই তাদের ওপর পাঠিয়েছিলেন এবং নিজে তালা খুলে চাবি দিয়েছিলেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন মিয়া বলেন, 'এ ঘটনায় যদি প্রধান শিক্ষকের গাফিলতি বা দায় প্রমাণিত হয়, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।'

২ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·