স্কুলমাঠে ফুটবল খেলার সময় পড়ে গিয়ে যুবকের মৃত্যু

৩ সপ্তাহ আগে
নাটোরে স্কুলমাঠে ফুটবল খেলার সময় পড়ে গিয়ে মো. গোলাম রাব্বি (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদরের কাফুরিয়ার চৌগাছি স্কুলমাঠে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম রাব্বি (২২) নাটোর সদরের কাফুরিয়ার চৌগাছি এলাকার মো. আব্দুল হাইয়ের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।


গোলাম রাব্বির প্রতিবেশী মো. আবু দাদ্দার বলেন, ‘সন্ধ্যার পর থেকে চৌগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমরা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করি। এলাকার ছেলেদের নিয়ে ৩০ মিনিটের একেকটি ম্যাচ হচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে খেলতে খেলতে বুকে ব্যথা বলে খেলোয়াড় পরিবর্তন করতে বলেন গোলাম রাব্বি। একটু দূরে গিয়েই বুক ধরে পড়ে যান তিনি।’


আরও পড়ুন: বিয়েতে বন্ধুর হাতে উপহার দিতেই ‘হার্ট অ্যাটাক’, যুবকের মৃত্যু


ওই প্রতিবেশী আরও বলেন, ‘আমরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে হার্ট ব্লক হয়েছে বলে চিকিৎসক তাকে দ্রুত সদরে নিতে বলেন। সঙ্গে সঙ্গে তাকে নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘খেলতে খেলতে পড়ে গিয়ে গোলাম রাব্বি মৃত্যুর খবর জেনেছি। উনার হার্টের সমস্যা ছিল বলে শুনেছি। ময়নাতদন্ত ছাড়া মরদেহ গ্রহণের আবেদন করে পরিবারের সদস্যরা। তাই তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন