বুধবার (৬ আগস্ট) উপজেলার হারাগাছ পৌরসভার বানুপাড়া পাঠোয়ারীটারী এলাকায় হারাগাছ-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরয়া বিনতে মাধুর্য্য হারাগাছ পৌরসভার বানুপাড়া পাঠোয়ারীটারী গ্রামের আনিছুর রহমানের মেয়ে এবং বানুপাড়া পাঠোয়ারীটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার এসআই মাহাবুর রহমান জানায়, দুপুুরে দ্বিতীয় শ্রেণীর ক্লাস শেষে ছুটির পর ওই শিশু শিক্ষার্থী স্কুল থেকে বের হয়। ওই শিশু স্কুল থেকে বাড়িতে যাওয়ার জন্য সড়কের পাশে দাঁড়ালে অজ্ঞাত ব্যাটারিচালিত অটোবাইক তাকে পেছন থেকে প্রচণ্ডভাবে ধাক্কা দেয়। এতে ওই শিশু শিক্ষার্থী মাথায় আঘাত পেয়ে সড়কের ওপরে লুটিয়ে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হারাগাছ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়।
আরও পড়ুন: রংপুরে ইয়াবা-ফেনসিডিলসহ আটক ৫
স্থানীয়রা জানায়, হারাগাছ-রংপুর সড়কে প্রতিদিন শতশত ব্যাটারিচালিত অটোবাইক চলাচল করে। অদক্ষ চালক দিয়ে বেপরোয়া গতিতে অটোবাইক চলাচলের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্কুলের সামনে সড়কে বেপরোয়া গতিতে অটোবাইক চলাচলের কারণে এক শিশু শিক্ষার্থীর প্রাণ চলে গেল।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমেনুল ইসলাম সোহেল বলেন, এ ঘটনায় নিহতের পরিবার কোনো অভিযোগ করবে না বলে পুলিশকে জানিয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে।