স্কুইড গেম অভিনেতাদের সঙ্গে শাহরুখ-আমিরের ছবি ভাইরাল

১ সপ্তাহে আগে
বলিউড কিং শাহরুখ খান আর মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খানের সঙ্গে একফ্রেমে ধরা দিয়েছেন ‘স্কুইট গেম’র জনপ্রিয় অভিনেতারা। সদ্য তোলা ছবিটি এখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

সম্প্রতি বলিউড তারকা শাহরুখ খান, আমির খান এবং সালমান খান সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে অংশ নেন। সেখানেই তাদের সঙ্গে দেখা হয় ‘স্কুইট গেম’র অভিনয়শিল্পী ও বিশ্বের অন্যান্য দেশের তারকাদের।

 

বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী, প্রযোজক ও নির্মাতাদের অংশ নেয়া এ অনুষ্ঠানে একসঙ্গে গ্রুপ ছবি তোলেন অতিথিরা। ব্যক্তিগতভাবে তোলেন সেলফিও।

 

শাহরুখ খানের সঙ্গে সেলফিতে লি জং জে (বামে)। ছবি: সংগৃহীত

 

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ 'স্কুইড গেম'র প্রধান চরিত্রে অভিনয় করা লি জং জে সেলফি তোলেন শাহরুখ খানের সাথে। এমিজয়ী এ তারকা ইনস্টাগ্রামে সে ছবি শেয়ার করে লেখেন, ‘সম্মানিত আইকন শাহরুখের সঙ্গে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।’

 

ছবিতে শাহরুখ সম্পূর্ণ কালো পোশাক আর লি জং পরেছেছিলেন ওফ হোয়াইটের টিশার্ট ও হুডি। মুহূর্তেই ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

 

আরও পড়ুন: ‘১৬ মাসের গর্ভবতী’র বিশ্বরেকর্ড করে ফেললাম: সোনাক্ষী সিনহা

 

শাহরুখের সঙ্গে লি বিয়ং হুন (ডানে)। ছবি: সংগৃহীত

 

স্কুইড গেমের আরেক অভিনেতা লি বিয়ং হুনের সেলফিতেও দেখা যায় শাহরুখ, আমিরকে।। হুন ওই সেলফি ইনস্টাগ্রামে শেয়ার করে লেখেন, ‘এত প্রতিভাবান মানুষদের সঙ্গে থাকতে পেরে আনন্দিত।’

 

আরও পড়ুন: বিশ্বসেরা ইউটিউবার ‘মিস্টার বিস্ট’র সঙ্গে বলিউডের তিন খান!

 

 

ওই অনুষ্ঠানে বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্টকেও দেখা যায় বলিউডের তিন খানের সঙ্গে।

 

 সংগৃহীতবাঁ থেকে শাহরুখ খান, মিস্টার বিস্ট, সালমান খান ও আমির খান। ছবি: সংগৃহীত

 

তবে ‘স্কুইট গেম’র অভিনয়শিল্পী ও বিশ্বের অন্যান্য দেশের তারকাদের সঙ্গে ভাইরাল হওয়া গ্রুপ ছবিতে আমির খান ও শাহরুখ খান থাকলেও নেই বলিউড ভাইজান সালমান খান।

 

]]>
সম্পূর্ণ পড়ুন