সৌদিতে এক সপ্তাহে ২১ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার

৩ সপ্তাহ আগে
সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে এক সপ্তাহে আরও ২১ হাজার ৩৩৯ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে বসবাস, সীমান্ত নিরাপত্তা বিধি এবং শ্রম আইন লঙ্ঘনের কারণে এসব বিদেশিকে গ্রেফতার করা হয়েছে।

 

প্রতিবেদন মতে, গত ৪ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে আবাসিক আইন লঙ্ঘনের জন্য মোট ১২ হাজার ৯৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। 

 

আরও পড়ুন: ওয়াল স্ট্রিট জার্নাল / সৌদির ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ে দোহায় হামলা চালায় ইসরাইল

 

এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার জন্য ৪ হাজার ১৯৮ জনকে এবং শ্রম আইন লঙ্ঘনের জন্য আরও ৪ হাজার ১৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আটক হওয়া অভিবাসীদের মধ্যে ১১ হাজার ৬৮৭ জনকে এরই মধ্যে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন